X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর কাছে ১৮টি দাবি জানাবে ‘রাজশাহী রক্ষা সংগ্রাম কমিটি’

রাজশাহী প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২১

প্রধানমন্ত্রীর কাছে ১৮টি দাবি জানাবে ‘রাজশাহী রক্ষা সংগ্রাম কমিটি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) একদিনের সফরে রাজশাহী আসছেন। তিনি রাজশাহীর পবা উপজেলার হরিয়ান সুগার মিল মাঠে দুপুরে ২টায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এর আগে প্রধানমন্ত্রীর কাছে রাজশাহীর উন্নয়নের জন্য ১৮ দফা দাবি তুলে ধরবে ‘রাজশাহী রক্ষা সংগ্রাম কমিটি’।

এ ব্যাপারে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন,  ‘মঙ্গলবার সকালে রাজশাহী রক্ষা সংগ্রাম কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ জরুরি সভায় প্রধানমন্ত্রীকে ১৮টি দাবি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবিগুলোর মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও শিল্পকারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ, আবেদনকারীদের বাসাবাড়িতে গ্যাসের সংযোগ স্থাপন, গঙ্গা ব্যারেজ নির্মাণ প্রকল্প পূনর্বিবেচনায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া ও উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নসহ সিএনজি স্টেশন স্থাপন অন্যতম।’

তিনি আরও বলেন, এছাড়াও অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে রাজশাহী-ঢাকা বিরতিহীন ও রাজশাহী থেকে চট্টগ্রাম সরাসরি ট্রেন সার্ভিস চালু, আব্দুল্লাপুর-রাজশাহী-রহনপুর ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ, সরকারি হাসপাতালে চিকিৎসা সেবার মানোন্নয়ন, ভূখণ্ড রক্ষায় স্থায়ী নদী তীর প্রতিরক্ষা, কৃষিভিত্তিক ইপিজেড প্রতিষ্ঠা, কৃষি বিশ্ববিদ্যালয়, ক্রিকেটের আন্তর্জাতিক টেস্ট ভেন্যু স্থাপন ও পদ্মা নদীর চরে সরকারিভাবে অর্থনৈতিক জোন স্থাপন। এছাড়া আম ও টমেটোসহ অন্য ফল সংরক্ষণে কোল্ড স্টোরেজ স্থাপন, নারী শিল্পোদ্যোক্তাদের বিশেষ ঋণ সহায়তা, চাঁপাইনবাগঞ্জের সঙ্গে রাজশাহীর নিবিড় যোগাযোগ স্থাপনের জন্য একটি সাটল ট্রেনসহ পদ্মায় ড্রেজিংয়ের মাধ্যমে নদীপথে পণ্য সরবরাহ ব্যবস্থার দাবি জানানো হবে।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, এসব দাবি নিয়ে রাজশাহীর মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করছেন। বছরের পর বছর ধরে নানা আশ্বাস দেওয়া হলেও দাবিগুলো পূরণ হচ্ছে না। এ কারণে রাজশাহীবাসী অনেকটা হতাশ। এখন প্রধানমন্ত্রীর আগমনে এখানকার উন্নয়ন বার্তা শুনতে রাজশাহীবাসী অধির আগ্রহে অপেক্ষা করছেন।

আরও পড়তে পারেন: রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি ৪০ দেশের কূটনীতিকদের আহ্বান


 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
কমলাপুর স্টেশন থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
কমলাপুর স্টেশন থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
চীনে সড়ক ধসে নিহত ১৯
চীনে সড়ক ধসে নিহত ১৯
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার