X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য আরও ২০ টন ত্রাণ পাঠিয়েছে ইন্দোনেশিয়া

চট্টগ্রাম ব্যুরো
১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৩

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আরও ২০টন ত্রাণ পাঠিয়েছে ইন্দোনেশিয়া। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা এবং বেলা সোয়া ১১টায় ত্রাণবাহী উড়োজাহাজ দুটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান।

এ নিয়ে মোট আটটি চালানে রোহিঙ্গাদের জন্য ৭৭ মেট্রিক টন ত্রাণ পাঠিয়েছে ইন্দোনেশিয়া।

অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইন্দোনেশিয়া থেকে আরও ২০ টন ত্রাণ পাঠানো হয়েছে। দুটি কার্গো বিমানে করে ত্রাণ আনা হয়। ত্রাণগুলোর মধ্যে লুঙ্গি, জেনারেটর, ফ্যামিলি কিটস, বিস্কুট, নারকেল তেল ও বিভিন্ন ধরনের খাবার সামগ্রী রয়েছে। বাংলাদেশের পক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন ত্রাণগুলো গ্রহণ করে বলে তিনি জানান।

এর আগে গত ১৪ অগাস্ট  ইন্দোনেশিয়া সরকার পাঠানো ত্রাণের প্রথম দুটি চালান চট্টগ্রাম এসে পৌঁছাছে। ওই চালানে ২০ টন ত্রাণ সামগ্রী ছিল। যার মধ্যে চাল, তাঁবু, কম্বল ও শুকনো খাবার ছিল। পরদিন ১৫ আগস্ট আরও  দুটি চালান পাঠায় ওই দেশের সরকার। দুটি চালানে কম্বল, চিনি, কাপড়, পানির ট্যাংক, ফ্যামিলি কিটস ও ১০ মেট্রিক টন চালসহ মোট ১৭ টন ত্রাণ ছিল। ১৬ অগাস্ট দুটি চালানে আরও ২০ টন ত্রাণ পাঠায় ইন্দোনেশিয়া।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার এ দুটি চালানসহ এখন পর্যন্ত পাঁচটি দেশ থেকে মোট আড়াইশ মেট্রিক টন ত্রাণ চট্টগ্রামে পৌঁছেছে। এর মধ্যে ভারত দুটি বিমানে ১০৭ টন, ইন্দোনেশিয়া আটটি বিমানে ৭৭ টন, ইরান একটি বিমানে ৪০ টন, মরক্কো একটি বিমানে ১৪ টন এবং মালয়েশিয়া একটি বিমানে ১২ টন ত্রাণ পাঠিয়েছে।

 আরও পড়তে পারেন: নিখোঁজের দুই দিন পর মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার: এলাকাবাসীর বিক্ষোভ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ