X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

দৈনিক সংবাদের সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মানহানির মামলা

লালমনিরহাট প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৩৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৪২

লালমনিরহাটে দৈনিক সংবাদের সম্পাদকসহ তিন জনের বিরুদ্ধে মানহানি মামলা

দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবির, ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান ও জেলা প্রতিনিধি গোকুল রায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন আহম্মেদ। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়। বাদীপক্ষের আইনজীবী সরিফুল ইসলাম রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন আহম্মেদ লালমনিরহাট আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদকের পদেও দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি সদর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন। সম্প্রতি দৈনিক সংবাদের প্রতিনিধি গোকুল রায় মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে আবেদন করেন। কিন্তু আবেদন ফরমের দু’টি কলাম পূরণ না করায় তাকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হয়নি।

এ ঘটনার পর ৬ সেপ্টেম্বর দৈনিক সংবাদের প্রথম পৃষ্ঠায় ‘লালমনিরহাট, একজন মুক্তিযোদ্ধার মৃত্যু ও বিতর্কিত তালিকা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বাদীপক্ষের আইনজীবীর অভিযোগ, মুক্তিযোদ্ধার তালিকায় নাম না ওঠায় গোকুল রায় ক্ষুব্ধ হয়ে উদ্দেশ্যমূলকভাবে ওই সংবাদ করেন।

লালমনিরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত সূত্র জানায়, সোমবার বিকালে লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন আহম্মেদ আদালতে উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন। পরে আমলি আদালতের বিচারিক হাকিম মেহেদী হাসান মন্ডল বিবাদীদের ২০১৮ সালের ২৮ জানুয়ারি ওই আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

বাদী মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন, ‘দৈনিক সংবাদে মিথ্যা ও বানোয়াট কল্পকাহিনী ছাপিয়ে আমাকে সামাজিকভাবে হেয় করায় বিবাদীদের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছি।’

তবে এ অভিযোগ অস্বীকার করেন দৈনিক সংবাদের লালমনিটরহাট জেলা প্রতিনিধি গোকুল রায়। তিনি বলেন, ‘আমি অনুসন্ধান করেই ওই সংবাদ করেছি। আমাকে হয়রানি করার জন্যিই তিনি (মেজবাহ উদ্দিন আহম্মেদ) এ মানহানির মামলা দায়ের করেছেন।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাহিদার চেয়ে পশু বেশি, কিনতে হবে বেশি দামে
রাজশাহীতে প্রস্তুত চার লাখ ৬৬ হাজার কোরবানির পশুচাহিদার চেয়ে পশু বেশি, কিনতে হবে বেশি দামে
টিভিতে আজকের খেলা (১০ মে,২০২৪)
টিভিতে আজকের খেলা (১০ মে,২০২৪)
মীরসরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৬
মীরসরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৬
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান