X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুতির অভিযোগ, নৈশপ্রহরীদের মামলা

কুড়িগ্রাম প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ২০:২৩

কুড়িগ্রাম নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুতির অভিযোগে কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ফারুক আজম নুরের বিরুদ্ধে মামলা করেছেন ৯ জন নৈশপ্রহরী। গত ৩১ আগস্ট সিনিয়র সহকারী জজ আদালতে তারা মামলাটিকরেন। এছাড়া তারা জেলা প্রশাসকের কার্যালয়েও অভিযোগ দিয়েছেন। তাদের অভিযোগ চাকরির মেয়াদ নবায়নের সুযোগ না দিয়ে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের বেতন-ভাতা ও ঈদ বোনাসের টাকাও জালিয়াতির মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পরিবার পরিকল্পনা অধিদফতরের সংগ্রহ ভান্ডার ও সরবরাহ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় উলিপুর, চিলমারী, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা গুদামে ২০১২-২০১৩ অর্থ বছরে ২ জন করে নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়া হয়। তখন থেকে তারা সার্বিকভাবে দায়িত্ব পালন করে আসছেন।

ভুক্তভোগীদের অভিযোগ জেলা পরিবার পরিকল্পনা উপ পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ফারুক আজম নুর স্বাক্ষরিত স্মারক নং-জপপ/কুড়ি/সা-প্রশাসন/২০১৭/৪০/৯ (১২) এক পত্রে ৯ জন নৈশপ্রহরীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

উলিপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নৈশপ্রহরী মো. আজিজার রহমান জানান, কুড়িগ্রাম জেলার ৯ জন বাদে সারাদেশে ৬৪৭ জন নিরাপত্তা নৈশপ্রহরী পূর্বের ন্যায় যথারীতি বেতন-ভাতা উত্তোলন করে আসছেন। জেলা পরিবার পরিকল্পনা উপ পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ফারুক আজম নুর নৈশপ্রহরীদের অস্থায়ী চাকরির মেয়াদ নবায়নের আবেদনের সুযোগ না দিয়ে বিধি বহির্ভুতভাবে চাকরি থেকে অব্যাহতি দেন। বর্তমানে ৫ উপজেলার ৯জন  নিরাপত্তা নৈশপ্রহরী ৯ মাস ধরে পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবন যাপন করছি। অন্যদিকে তিনি ১০ জনকে নতুন কেরে নিয়োগ দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন।

চাকরিচ্যুত ভুক্তভোগী আজিজার রহমানসহ ৯ জন বাদী হয়ে জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক কুড়িগ্রাম (ভারপ্রাপ্ত) ডা. ফারুক আজম নুরের বিরুদ্ধে সিনিয়র সহকারী জজ আদালত কুড়িগ্রামে মামলা (নং-১৮৪/১৭) করেন। বিজ্ঞ আদালত নোটিশ প্রাপ্তির ১৪ দিনের মধ্যে উক্ত কর্মকর্তাকে কারণ দর্শাতে বলেছেন। 

কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ফারুক আজম নুর বলেন, ‘প্রধান কার্যালয়ের নির্দেশনা না পেলেও চাকরির মেয়াদ তিন বছর অতিবাহিত হওয়ায় তাদের চাকরি থেকে অব্যাহতি দিয়েছি। তাদের অব্যাহতি দেওয়ার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনও নির্দেশনামূলক পত্র না থাকলেও মৌখিক নির্দেশনা ছিল।’ 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সেলোনার ‘প্রতিশোধ’ মাদ্রিদ ওপেনে নিলেন নাদাল
বার্সেলোনার ‘প্রতিশোধ’ মাদ্রিদ ওপেনে নিলেন নাদাল
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
রুমায় জঙ্গলে পড়ে ছিল গুলিবিদ্ধ দুই মরদেহ
রুমায় জঙ্গলে পড়ে ছিল গুলিবিদ্ধ দুই মরদেহ
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে