X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘অসুস্থ শিক্ষিকার ঘুমন্ত ছবি ছড়িয়ে দিয়ে এ কোন দায়িত্বশীলতা!’ (ভিডিও)

তুহিনুল হক তুহিন, সিলেট
২০ অক্টোবর ২০১৭, ২৩:৫১আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ০০:১৩

স্কুলশিক্ষিকা দীপ্তি বিশ্বাস সিলেটের জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে মডেল টেস্টের দায়িত্ব পালনের সময় স্কুলশিক্ষিকা দীপ্তি বিশ্বাসের ঘুমিয়ে পড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। স্থানীয় উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ বিদ্যালয় পরিদর্শন করতে গেলে তার সঙ্গে থাকা ব্যক্তিরা ওই ছবি তোলেন। বিভিন্ন স্কুলের শিক্ষকদের গাফিলতির বিষয়ে অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অন্য স্কুলের সঙ্গে ওই স্কুলও পরিদর্শন করেন বলে জানান ইকবাল আহমদ। তবে শারীরিক অসুস্থতার কারণে ঘুমিয়ে যাওয়ার ছবি কোনও ধরনের অনুমতি ছাড়াই তুলে উপজেলা চেয়ারম্যান কোন দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, সেই প্রশ্ন তুলেছেন স্কুলশিক্ষিকা দীপ্তি বিশ্বাস।
শুক্রবার (২০ অক্টোবর) জকিগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ঘুপির চক (বৃহত্তর হাইদ্রাবন) গ্রামে দীপ্তি বিশ্বাসের বাড়িতে গিয়ে কথা হয় তার সঙ্গে। মানসিকভাবে খানিকটা ভেঙে পড়েছেন জকিগঞ্জের খলাছড়া সরকারি প্রাথমিক স্কুলের এই শিক্ষিকা। আক্ষেপের সঙ্গে বললেন, ‘শিক্ষকতা করে জীবনে যে সম্মান আর মর্যাদা অর্জন করেছিলাম, সেটা ধূলিস্যাৎ করা হয়েছে। আমার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমার অনুমতি নেওয়ারও প্রয়োজন বোধ করেননি। কী লাভ হয়েছে এই ছবি ছড়িয়ে দিয়ে? আমি তো চেয়ারম্যান সাহেবের কোনও ক্ষতি করিনি।’ এ ঘটনায় সামাজিকভাবে যতটুকু হেয় হয়েছেন, তার জন্য সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
দেড় বছরের এক ছেলেসন্তানের জননী দীপ্তি বিশ্বাস খলাছাড়া প্রাথমিক স্কুলে যোগ দেন ২০১৫ সালের ৫ মে। তিনি বলেন, ‘মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত থেকেই অসুস্থ ছিলাম। ওই অবস্থাতেই বুধবার (১৮ অক্টোবর) সকালে স্কুলে যাই। ক্লাস শেষ করে অফিস রুমে বসে ছিলাম। এসময় সহকর্মী আরেক শিক্ষিকার অনুরোধে তার পরিবর্তে পঞ্চম শ্রেণির মডেল টেস্টের ডিউটিতে যাই। কিন্তু অসুস্থতার কারণে পরীক্ষা চালাকালেই সংজ্ঞাহীন হয়ে ঘুমিয়ে পড়ি। এই সময়েই ক্লাসরুমে উপস্থিত হন চেয়ারম্যান ইকবাল আহমেদ। এসময় পরীক্ষার্থীরা তাকে দাঁড়িয়ে সম্মান জানালে তিনি হাত দিয়ে তাদেরকে চুপ থাকতে বলেন। এ ছবি ফেসবুকেও প্রকাশিত হয়েছে।’
স্কুলশিক্ষিকা দীপ্তি বিশ্বাস বলেন, ‘ঘুমে ভাঙতেই দেখি, আমার পাশেই দাঁড়িয়ে আছেন তিনি (চেয়ারম্যান)। অপ্রস্তুত হয়ে তাকে দাঁড়িয়ে সম্মান জানাতে গেলেই তিনি ক্ষেপে যান। বলেন, স্কুল ঘুমানোর জায়গা নয়। তাকে অসুস্থতার কথা বললেও তিনি কানে তোলেননি, প্রধান শিক্ষকের রুমে গিয়ে দফতরি দিয়ে আমাকে ডেকে নিয়ে বিভিন্ন প্রশ্ন করে নাজেহাল করেন। এসময় তার কাছে বারবার দুঃখপ্রকাশ করলেও তিনি তা এড়িয়ে যান। এমনকি তিনি স্কুলের পরির্দশক বইয়েও উল্লেখ করেন, ক্লাসে পরীক্ষা চলার সময় ম্যাডাম টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছেন।’
উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদের শাস্তি দাবি করে দীপ্তি বিশ্বাস বলেন, ‘অনুমতি না নিয়েই সংজ্ঞাহীন হয়ে ঘুমিয়ে পড়া স্কুলশিক্ষিকার ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দিয়ে তিনি কোন দায়িত্ব পালন করেছেন? তিনি সম্মানিত একজন ব্যক্তি হয়ে যে কাজটি করেছেন তা কখনও মেনে নেওয়া সম্ভব নয়। এজন্য আমি সরকারের কাছে তার শাস্তির দাবি করছি।’
দীপ্তি বিশ্বাসের স্বামী সুবিনয় মল্লিক বলেন, ‘চেয়াম্যান একটি মহলের প্রভাবে প্রভাবিত হয়ে আমার স্ত্রীকে হেয় করতে ওই ছবি ফেসবুকে ছড়িয়েছেন।’ চেয়ারম্যান ইকবাল আহমদের বিরুদ্ধে সরকার কোনও ব্যবস্থা না নিলে তিনিই মামলা করবেন বলে জানান। ‘আমার স্ত্রীর জায়গায় তার কোনও বোন থাকলে সে ছবি কি তিনি এভাবে ছড়িয়ে দিতে পারতেন?’, প্রশ্ন রাখেন সুবিনয় মল্লিক।
এসব বিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকদের গাফিলতি নিয়ে অনেক অভিভাবক আমার কাছের অভিযোগ করেন। সেজন্য আমি মাঝে মধ্যেই উপজেলার স্কুলগুলো পরিদর্শন করি। বুধবারও উপজেলার ১১টি স্কুল পরিদর্শন করেছি। যেসব স্কুলে শিক্ষকদের গাফিলতি পেয়েছি, সেগুলো স্কুলের পরির্দশন বইয়ে লিখে এসেছি।’ এসব বিষয় লিখিত আকারে উপজেলা শিক্ষা অফিসারের কাছেও পাঠিয়েছেন বলে জানান তিনি।
স্কুলশিক্ষিকা দীপ্তি বিশ্বাসের ছবি কে তুলেছে, জানতে চাইলে ইকবাল আহমদ বলেন, ‘ছবিটি তুলেছেন আমার লোকজন।’ অনলাইন একটি সংবাদপত্রে কাজ করা একজন সাংবাদিক ফেসবুকে সেই ছবি ছড়িয়ে দিয়েছে জানালেও তার নাম প্রকাশ করেননি তিনি।
দীপ্তি বিশ্বাসের ঘটনা প্রসঙ্গে চেয়ারম্যান আরও বলেন, ‘স্কুলে শিক্ষকা ঘুমাতে পারেন না। মূল ঘটনা যেমন ছিল, তা উল্টে প্রচার করা হচ্ছে। কল্পকাহিনী সাজিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। ঘটনার সময় ওই শিক্ষিকা হেসে হেসে আমার সঙ্গে কথা বললেও অসুস্থতার কথা তিনি জানাননি। এটা ছিল তার সাজানো নাটক।’
দীপ্তি বিশ্বাসের পরীক্ষার রুমে ঘুমন্ত অবস্থার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ায় শিক্ষকরা লজ্জিত হয়েছেন বলে জানান খলাছাড়া প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক আব্দুল বাছিত। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চেয়াম্যান ইকবাল আহমদ পরিদর্শনে এসে সরাসরি ওই পরীক্ষার রুমে চলে যান। ওই সময় দীপ্তি বিশ্বাস অসুস্থতার কারণে সংজ্ঞাহীন হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। এসময় চেয়ারম্যানের সঙ্গে থাকা ব্যক্তিরা ছবি তুলে সঙ্গে সঙ্গেই ফেসবুকে ছড়িয়ে দেন। দীপ্তি বিশ্বাসের হয়েও আমিও চেয়ারম্যানের কাছে দুঃখপ্রকাশ করলেও কোনও লাভ হয়নি।’
এ ঘটনায় নিন্দা জানিয়ে উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, ‘তিনি (চেয়ারম্যান) উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ কাজ করেছেন। একজন শিক্ষিকার ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দিয়ে মানবিকতার পরিচয় দেননি। চেয়ারম্যান হিসেবে তিনি স্কুল পরিদর্শন করতেই পারেন। কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যে কাজটি করেছেন, তা কোন দায়িত্বশীলতার পরিচয় দেয়?’ এ ঘটনায় সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি সুহেল আহমদ বলেন, ‘পৌরসভার ১নং ওয়ার্ডে পড়েছে খলাছড়া স্কুলটি। দীপ্তি বিশ্বাস অন্যান্য শিক্ষিকাদের তুলনায় অনেক বেশি আন্তরিক। ওই সময় তিনি অসুস্থ ছিলেন। তারপরও উপজেলা চেয়ারম্যান তার ঘুমন্ত অবস্থার ছবি তুলেছেন, ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন। তিনি ভালো মানসিকতার পরিচয় দেননি।’

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কম্বোডিয়ায় অস্ত্রাগার বিস্ফোরণে নিহত ২০
কম্বোডিয়ায় অস্ত্রাগার বিস্ফোরণে নিহত ২০
জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
খুদে ক্রিকেটারদের ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দিলো প্রাইম ব্যাংক
খুদে ক্রিকেটারদের ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দিলো প্রাইম ব্যাংক
মে থেকে  বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
মে থেকে বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু