X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

শিক্ষকদের দ্বন্দ্বে কলেজে তালা, পরীক্ষা দিতে পারলো না শিক্ষার্থীরা

বগুড়া প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৭, ১২:২৩আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১২:২৩

শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ বগুড়ার গাবতলী শহীদ জিয়া মডেল ডিগ্রি (প্রস্তাবিত) কলেজে অধ্যক্ষ পদ নিয়ে শিক্ষকদের দ্বন্দ্বের জেরে সংকটে পড়েছেন শিক্ষার্থীরা। কলেজটির বরখাস্ত করা অধ্যক্ষ মাহাতাব উদ্দিনের ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ জান্নাতুল ফেরদৌসের দুই গ্রুপের রেষারেষিতে পড়ে ১৮ নভেম্বর নির্বাচনি (টেস্ট) পরীক্ষা দিতে এসে ফিরে যায় ১৫০ শিক্ষার্থী।

অভিযোগ আছে, মাহাতাব উদ্দিনের পক্ষে গাবতলী থানা বিএনপির এক নেতা এবং জান্নাতুল ফেরদৌসের পক্ষে উপজেলা আওয়ামী লীগের এক নেতা কলকাঠি নাড়ছেন। ফলে কলেজের কোনও সমস্যায় এখন প্রশাসন হস্তক্ষেপ করতে চায় না। বর্তমানে দু’গ্রুপের বিরোধ তুঙ্গে। সম্প্রতি সন্ত্রাসীরা কলেজে প্রবেশ করে অধ্যক্ষ মাহাতাব উদ্দিনসহ তিন শিক্ষককে হাঁতুড়িপেটা করে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ১২ নভেম্বর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ১৮ নভেম্বর উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার দিন নির্ধারণ করেন। তবে পরীক্ষার দিন সকালে অধ্যক্ষ মাহাতাব কলেজের প্রতিটি কক্ষে তালা ঝুলিয়ে দেন এবং দু’দিনের ছুটির নোটিশ ঝুলিয়ে দিয়ে চলে যান। নোটিশে আগামী ৩০ নভেম্বর পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়। ফলে সেদিন পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা বিক্ষোভ করে। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষার্থীদের শান্ত করেন এবং গাবতলী থানায় লিখিত অভিযোগ করেন।

এ প্রসঙ্গে অধ্যক্ষ মাহাতাব উদ্দিন (বরখাস্ত) বলেন, ‘উচ্চ আদালতের রায়ে আমিই কলেজের অধ্যক্ষ।’ পরীক্ষা থাকা সত্ত্বেও হঠাৎ নোটিশ দিয়ে কলেজ ছুটি দেওয়ার বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস বলেন, ‘বরখাস্ত হওয়া অধ্যক্ষ সব কক্ষে তালা দিয়ে চরম অন্যায় করেছেন। থানায় অভিযোগ ছাড়াও বিষয়টি শিক্ষা বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।’

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘মাহাতাব উদ্দিন বরখাস্তের তথ্য গোপন করে ব্যাংক থেকে বেতন-ভাতা তুলছেন। শিগগিরই আমি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবো।’

এ বিষয়ে গাবতলী থানার ডিউটি অফিসার এএসআই সফিউল ইসলাম বলেন, ‘কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ থানায় অভিযোগ করেছেন।’

গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ‘কলেজে তালা দিয়ে পরীক্ষা বন্ধ করার বিষয়টি জানতে পেরেছি। দু’পক্ষকে ডেকে কাগজপত্র দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন:
হাওরে বীজতলায় এখনও পানি, বোরো চাষ নিয়ে শঙ্কিত চাষিরা

 

/এসএনএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মোবাইলে দেখেন, ভারতের মানুষের দিনে ইনকাম কত আর আমাদের কত’
‘মোবাইলে দেখেন, ভারতের মানুষের দিনে ইনকাম কত আর আমাদের কত’
রাষ্ট্রপতি পেলেন ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্ট এনআইডি
রাষ্ট্রপতি পেলেন ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্ট এনআইডি
৫৫ লাখ টাকায় এসেছিল আর্জেন্টিনা, এবার আনা হলো না যে কারণে
৫৫ লাখ টাকায় এসেছিল আর্জেন্টিনা, এবার আনা হলো না যে কারণে
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র