X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সরকারের হাতে দেশবাসী জিম্মি: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৭, ২২:৩৩আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ২২:৪১

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি- প্রতিনিধি)

বর্তমান সরকারকে অবৈধ সরকার বলে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। এমনকি, মানুষের ভোটের অধিকারও তারা কেড়ে নিয়েছে। এ সরকারের হাতে দেশবাসী জিম্মি হয়ে পড়েছেন।’

মঙ্গলবার (২১ নভেম্বর) দিনব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঠাকুরগাঁও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এ সরকারের আমলে নারী নির্যাতন, গুম ও খুন আশঙ্কাজনকভাবে বেড়েছে। আজ মা-বোনদের কোনও নিরাপত্তা নেই। মানুষের কোনও নিরাপত্তা নেই। প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখা যায়, নারীরা লাঞ্ছিত হচ্ছেন। তাদের ওপর নির্যাতন চলছে। কেউ কেউ গুম হয়ে যাচ্ছেন।’

গত কয়েক বছরে কয়েক হাজার মানুষকে হত্যা ও ৫০০ এর বেশি মানুষকে গুম করা হয়েছে দাবি করে তিনি আরও বলেন, ‘আমাদের ছোট্ট শহর ঠাকুরগাঁওয়ে হাজার হাজার মামলা হয়েছে। একইসঙ্গে অনেক মানুষকে গুম করা হয়েছে। তবে বিএনপি দমে যায়নি, ভয় পেয়ে ঘরের কোণে লুকায়নি। আমরা গণতন্ত্রকে উদ্ধার করবোই করবো।’

বাংলাদেশ মহিলা দলের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘মহিলা দলের প্রায় সবাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন। সত্য ও সুন্দরের পথে রয়েছেন।’ তিনি আরও বলেন, ‘আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ পর্যায়ে এসেও তার নিজের কথা, সন্তানদের কথা ভাবছেন না। ভাবছেন, দেশকে মুক্ত করার কথা। সাধারণ মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তিনি সংগ্রাম করে চলছেন।’

এসময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, সহ-সভাপতি জিবা খান, সিনিয়র যুগ্ম-সম্পাদিকা হেলেন জেরিন খান, ঠাকুরগাঁও জেলা বিএনপির  সভাপতি তৈমুর রহমান প্রমুখ। সম্মেলন শেষে ফোরাতুন নাহার প্যারিসকে সভাপতি ও শিরিন আক্তারকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দল ঠাকুরগাঁও জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডান যত টাকা পেলো
প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডান যত টাকা পেলো
ন্যাশনাল ব্যাংক দখল হয়নি, বললেন নতুন চেয়ারম্যান
ন্যাশনাল ব্যাংক দখল হয়নি, বললেন নতুন চেয়ারম্যান
সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধের সুপারিশ সাঈদ খোকনের
সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধের সুপারিশ সাঈদ খোকনের
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া