X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মহিউদ্দিন চৌধুরীর কুলখানি সোমবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ ডিসেম্বর ২০১৭, ২২:০০আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ২২:০৬

মহিউদ্দিন চৌধুরী (ফাইল ছবি)

সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানি আগামী সোমবার (১৮ ডিসেম্বর)। মহিউদ্দিন চৌধুরীর ছেলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল এ তথ্য নিশ্চিত করেছেন।

মহিবুল হাসান চৌধুরী নওফেল বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমার মা, ভাইসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ১৮ ডিসেম্বর বাবার কুলখানি হবে। এদিন মিলাদ মাহফিল ও মেজবানের আয়োজন করবো। নগরবাসী যাতে সহজে মেজবানে অংশ নিতে পারেন, সেজন্য নগরীর ৮-১০টি কমিউনিটি সেন্টারে মেজবানের আয়োজন করা হবে।'

তিনি আরও বলেন, ‘ওই দিন সকাল ৯টায় ছোট পরিসরে বাসায় মিলাদের আয়োজন করা হবে। সেখানে আমার মা, মহিলা নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা থাকবেন। মূল কুলখানি অনুষ্ঠান সকাল ১১টায় কিং অব চিটাগাংয়ে হবে।  সেখানে দলের নেতারা উপস্থিত থাকবেন।

মহিউদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী ওসমান গনি জানান, প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিং অব চিটাগাং, কে স্কয়ার, কিশলয়, সুইস পার্ক, স্মরণিকা, এন মোহাম্মদ, কে বি কনভেনশন হল, ভিআইপি ব্যাংকুয়েট, গোল্ডেন টাচ, সাগরিকা কমিউনিটি সেন্টার এবং রিমা কমিউনিটি সেন্টারে মিলাদ ও মেজবান হবে। এর মধ্যে কিং অব চিটাগাং (কনভেনশন সেন্টার) এবং রিমা কমিউনিটি সেন্টারে মেজবানে সনাতন ধর্মাবলম্বীরা অংশ নিতে পারবেন। এগুলোতে তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হবে।’

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহিউদ্দিন চৌধুরীর মৃত্যু হয়। পরদিন শুক্রবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!