X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মহেশখালীতে বিমান বিধ্বস্ত: ক্ষতিগ্রস্তরা পাচ্ছে ক্ষতিপূরণ

কক্সবাজার প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৭, ১৭:২৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৭:২৯

বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে

মহেশখালীতে বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাচ্ছে। ক্ষতিগ্রস্তরা ছাড়াও উদ্ধার কাজে অংশ নেওয়া আহতদেরও ক্ষতিপূরণের তালিকায় রাখা হবে। বিমান বাহিনী এই ক্ষতিপূরণ দিচ্ছে বলে জানিয়েছেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল কালাম আজাদ।

এরইমধ্যে অর্ধশতাধিক ক্ষতিগ্রস্ত মানুষের একটি তালিকা তৈরি করা হয়েছে। গতকাল বুধবার প্রশিক্ষণ বিমানের একটি মহেশখালীর পুটিবিলা এলাকার আব্দু সাত্তার বাড়িতে এবং আরেকটি ছোট মহেশখালীর লম্বাঘোনা বাজারের পাশে মাইজপাড়া এলাকার নুরুল আলম নুরু’র পানের বরজ ও বেগুন ক্ষেতের ওপর পড়ে।

মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিহাদ বিন আলী বলেন, ‘বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটি ইউনিয়নের ৬নং ওয়ার্ডেও মাইজপাড়া এলাকার নুরুল আলম নুরুর বেগুন ক্ষেত ও পানের বরজে ওপর পড়ে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। নুরুসহ ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করছে বিমান বাহিনীর লোকজন। তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে শুনেছি।’

সত্যতা নিশ্চিত করে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল কালাম আজাদ জানান, বুধবার সন্ধ্যায় বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এরমধ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে মহেশখালী পুটিবিলার গ্রামের আব্দু সাত্তারের বাড়ির ওপর পড়ে। এতে শিশুকন্যাসহ ওই বাড়ির তিন সদস্য আহত হয়েছে। অপর একটি বিমান ছোট মহেশখালীর লম্বাঘোনা বাজারের পাশে মাইজপাড়া গ্রামের নুরুল আলম নুরুর পানের বরজ ও বেগুন ক্ষেতের ওপর পড়ে। এ কারণে বিমান বাহিনী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিচ্ছে। এরইমধ্যে তাদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।

বিমান বাহিনীর ৫০ সদস্যের একটি দল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার অভিযান চালাচ্ছেন। বৃহস্পতিবার সকাল থেকে তারা পৃথকভাবে এ অভিযান শুরু করেছে। এ প্রতিনিধিদলকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি দল।

বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে

কক্সবাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ সাফায়েত হোসেন জানান, ‘আজ সকাল থেকে বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াডন লিডার মেজর নাজমুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উদ্ধার অভিযান চালিয়েছেন। তারা বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে ওই স্থানগুলো পরিদর্শন করে ধ্বংসাবশেষগুলো উদ্ধার করছে। বিমান বাহিনীর এই প্রতিনিধি দলকে সার্বিক সহযোগিতা করছে কক্সবাজার ফায়ার সার্ভিসের সদস্যরা।

উদ্ধার অভিযানে প্রতিনিধি দলের সঙ্গে থাকা মহেশখালী পৌর সভার সাবেক চেয়ারম্যান সরওয়ার আজম বলেন, ‘সকাল থেকে বিমান বাহিনীর অফিসাররা ঘটনাস্থল পরিদর্শন এবং ধ্বংসাবশেষ উদ্ধার করছে। উদ্ধার হওয়া ধ্বংসাবশেষগুলো মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রঙ্গণে রাখা হচ্ছে। সেখান থেকে ঢাকায় নিয়ে যাওয়ার হবে।’

প্রসঙ্গ, বুধবার (২৭) সন্ধ্যা সাড়ে ছয়টায় মহেশখালী পৌরসভার দক্ষিণ পুটিবিলার বসতবাড়ির ওপর একটি বিমান বিধ্বস্ত হয়। অপরটি বিধ্বস্ত হয়ে মাইঝপাড়া গ্রামের পানের বরজের ওপর পড়ে। এ ঘটনায় ৪ পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে বলে আইএসপিআর সূত্র জানিয়েছেন। ধ্বংসস্তুপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

আরও পড়ুন: বেনাপোল সীমান্তে দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় ১৩ জন আটক 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ