X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৪

চবি প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২০:১৭

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে চার জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাত রাউন্ড টিয়ার শেল ও লাঠিচার্জ করে। এই রির্পোট লেখা পর্যন্ত দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সোমবার বিকেল (১৯ ফেব্রুয়ারি) ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও আমানত হলের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, শাখা ছাত্রলীগের সাবেক উপ-দফতর সম্পাদক ও পরিসংখ্যান বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শায়ন দাশ গুপ্ত, রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের তানজিল হৃদয়, হিসাব বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম এবং রসায়ণ বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিজান ফকির।

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৩টার দিকে শাহজালাল হল ও আমানত হলে ছাত্রলীগের দুটি গ্রুপ সশস্ত্র মহড়া দিয়ে অবস্থান নেয়। এ সময় দুই গ্রুপের মধ্যে ইট পাটকল নিক্ষেপ শুরু হলে তানজিল হৃদয়, সাইফুল ইসলাম ও মিজান ফকির আহত হয়। পরিপস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ছয় রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এসময় শায়ন দাশ গুপ্ত আহত হয়।

ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, ‘ছাত্রলীগের দুইগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। তবে কি কারণে সংঘর্ষের সূত্রপাত তা বলতে পারবো না।’

এ ব্যাপারে নাছির গ্রুপের অনুসারী ও শাখা ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বিপুল বলেন, ‘বিনা উসকানীতে আমাদের ওপর হামলা করা হয়েছে। এতে আমাদের এক কর্মী আহত হয়েছে। তারা ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করেছে।’  

এ অভিযোগ অস্বীকার করে প্রয়াত মহিউদ্দিনের অনুসারী ও শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জামান নুর বলেন, ‘তারা দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে দেখা করার পর থেকে শাহ জালাল হলের সামনে জড় হতে থাকে। আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে জানাই। পরে তারা হঠাৎ করেই আমাদের ওপর হামলা চালায়।

আরও পড়ুন: বাসে ডাকাতি ও চালক হত্যার ঘটনায় ২৬ ফেব্রুয়ারি ধর্মঘট

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু