X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে মাদক বিক্রেতাদের হাতে দুই পুলিশ সদস্য আহত, আটক ১

বাগেরহাট প্রতিনিধি
১২ মার্চ ২০১৮, ১৬:১৩আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৬:১৩

খুলনা

বাগেরহাটের মোল্লাহাটে মাদক বিক্রেতাদের হাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার সকালে তারা মোল্লাহাট উপজেলা সদর হাসপাতাল মোড় এলাকায় মাদক বিক্রেতাদের ধরতে যায়। এসময় ওই দুই পুলিশ সদস্যকে মারধর করে মাদক বিক্রেতারা পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।

তবে পুলিশ এটাকে মারধর নয়, মাদক বিক্রেতাদের ধরতে গেলে তাদের ধাক্কায় পুলিশ সদস্যরা সামান্য আহত হয়েছেন বলে দাবি করে। আহতরা হলেন, মোল্লাহাট থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাসেল রানা এবং কনস্টবল পুলক বিশ্বাস।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী দুপুরে সাংবাদিকদের জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মোল্লাহাট থানার দুই পুলিশ সদস্য হাসপাতাল মোড়ে আসেন। এসময় তারা ৪/৫ জন যুবকের সঙ্গে গিয়ে কথা বলতে থাকেন। এসময় হঠাৎ করে ওই যুবকরা দুই পুলিশের ওপর চড়াও হয়। তারা পুলিশ সদস্যদের এলোপাথাড়ি চড় থাপ্পড় ও কিল ঘুষি মেরে দ্রুত সরে পড়ে। পরে সেখানে গিয়ে আমরা জানতে পারি তারা নাকি ইয়াবা বিক্রেতা ছিল। তাদের ধরতে এসে পুলিশের ওই দুই সদস্য মারধরের শিকার হয়েছেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম খায়রুল আনাম বলেন, ৪/৫ যুবক হাসপাতালের মোড়ে ইয়াবা বিক্রি করছে এই গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ পরিদর্শক রাসেল রানা একজন কনস্টবল পুলক বিশ্বাসকে সঙ্গে নিয়ে তাদের ধরতে যায়। এসময় অজ্ঞাত চার পাঁচ যুবক কিছু বুঝে ওঠার আগেই পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। ওদের ধাক্কায় দুই জন সামান্য ব্যাথা পেয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে কামরুল ইসলাম শুভ নামের একজনকে আটক করেছে। সে মোল্লাহাট উপজেলার গাফড়া গ্রামের হোসেন আলী শেখের ছেলে। পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

আরও পড়ুন : কুষ্টিয়ায় ২০০ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই




/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
ভুয়া পুলিশ সদস্য আটক
ভুয়া পুলিশ সদস্য আটক
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
কবরস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
অতিদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচিকবরস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা