X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় গাছের সঙ্গে বেঁধে গৃহবধূকে নির্যাতন, গ্রেফতার ২

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ মার্চ ২০১৮, ১৯:১০আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৯:২৬

  নির্যাতিত গৃহবধূ (ছবি-সংগৃহিত)

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মাহফুজা খাতুন (৩০) নামে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী অহিদুল্লাহ গাজীসহ বাকি নির্যাতনকারীরা পলাতক রয়েছে। বর্তমানে ওই গৃহবধূ কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন, অহিদুল্লাহ গাজীর বোন মাছুমা বেগম (৩০) ও তার বড় ভাইয়ের স্ত্রী মর্জিনা বেগম (২৫)। শনিবার বিকালে উপজেলার আড়ংগাছা গ্রামে একটি গাছের সাথে বেঁধে মাহফুজার ওপর নির্যাতন চালায় স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন।

নির্যাতিত গৃহবধূর বড় ভাই বাবলুর রহমান মোল্যা জানান, ২০০৪ সালে তার বোনের সঙ্গে কালিগঞ্জ উপজেলার আড়ংগাছা গ্রামের মৃত আব্দুল্লাহ গাজীর ছেলে অহিদুল্লাহ গাজীর বিয়ে হয়। তাদের সংসারে তাহশিয়া খাতুন (১২) ও তুন্নি খাতুন (৮) নামে দুটি মেয়ে রয়েছে। সম্প্রতি মাহফুজা ও অহিদুল্লাহর মধ্যে ঝগড়া হলে মাহফুজা রাগ করে (শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের দক্ষিণ হাজিপুর গ্রামে) বাবার বাড়ি চলে আসে। এই সুযোগে অহিদুল্লাহ মাহফুজাকে একটি ভুয়া তালাকনামা পাঠায় এবং তার বড় মেয়ে তাওছিয়া খাতুনকে ঘরের মধ্যে আটকে রাখে। এ খবর শুনে মাহফুজা মেয়েকে দেখতে ও তালাকের বিষয়ে জানতে শনিবার বিকেলে শ্বশুর বাড়িতে যায়। এ সময় অহিদুল্লাহ ও তার পরিবারের সদস্যরা মিলে মাহফুজাকে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পিটায়। এক পর্যায়ে মাহফুজা জ্ঞান হারালে, মারা গেছে ভেবে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

এ ব্যাপারে সাতক্ষীরা কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবির দত্ত জানান, এ ঘটনায় নির্যাতিত গৃহবধূর ছোট ভাই লাভলু মোল্লা বাদী হয়ে মাহফুজার স্বামী অহিদুল্লাহসহ তার পরিবারের সাত জনের নামে একটি মামলা দায়ের করেছে। এরই মধ্যে দুইজকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 আরও পড়ুন: বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগে এএসআই ক্লোজড

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?