X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার

বরিশাল প্রতিনিধি
২৪ মার্চ ২০১৮, ১২:৫০আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১২:৫৫

শেবাচিম (ছবি: সংগৃহীত) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২৪ মার্চ) বেলা ১১টার পর ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. রাজু আহমেদ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তিনি বলেন, 'বরিশালের জেলা প্রশাসক (ডিসি) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামানের উপস্থিতিতে সকাল সাড়ে ৯টায় বরিশাল সার্কিট হাউজের দ্বিতীয় তলায় সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় সার্বিক বিষয় নিয়ে সুষ্ঠু সমাধানের আশ্বাস পাওয়ায় ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার হয়েছে।'

জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানিয়েছেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতালের একাধিকস্থানে অভিযোগ কেন্দ্র স্থাপন, সার্বিক নিরাপত্তার জন্য আনসার সদস্য নিয়োগ, বৃহস্পতিবারের (২২ মার্চ) ঘটনার তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাজিমুল হককে প্রধান করে ইন্টার্ন চিকিৎসক লাঞ্ছনার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

সভায় বরিশালের জেলা প্রশাসক (ডিসি) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. ভাস্কর সাহা, হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আব্দুল কাদির, জেলা বিএমএ’র সভাপতি ডা. ইসতিয়াক হোসেন, স্বাচিপের সভাপতি ডা. কামরুল হাসান সেলিম, শেবাচিম হাসপাতালের গাইনির বিভাগীয় প্রধান ডা. শিখা সাহা, বারশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আব্দুর রউফ, ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক ডা. নাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার পুলিশ কনস্টেবল মোহাম্মদ শাকিলের স্ত্রী খাদিজা বেগমকে (২২) অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ছিলেন ৯ মাসের অন্তঃসত্তা ও রক্তশূন্যতায় আক্রান্ত। তার ব্লাড প্রেশার বেশি ও অচেতন থাকায় জরুরি অপারেশন করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান। এরপর রোগীর স্বজনরা চিকিৎসকদের ওপর হামলা চালিয়ে তিন চিকিৎসকে জখম এবং অপারেশন থিয়েটারের আশেপাশে ভাঙচুর করে।

ইন্টার্ন চিকিৎসকরা এই হামলার জন্য দায়ীদের বিচার, ক্ষতিগ্রস্ত সরকারি মালামালের ক্ষতিপূরণ, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর সিসি ক্যামেরা স্থাপন ও পুলিশি ব্যবস্থা জোরদারসহ তিন দফা দাবির কথা উল্লেখ করেন। এসব দাবি না মানা পর্যন্ত ইন্টার্নদের ধর্মঘট অব্যাহত থাকবে বলে তারা ঘোষণা দেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!