X
শুক্রবার, ১৭ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

ছাত্রলীগের বিরুদ্ধে চট্টগ্রাম বিজ্ঞান কলেজ অধ্যক্ষের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ এপ্রিল ২০১৮, ২২:৫০আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ২২:৫১

বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ড. জাহেদ খানকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণির নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা তাকে লাঞ্ছিত করেছেন বলে তিনি অভিযোগ করেন। শনিবার এই ঘটনা ঘটেছে।

অধ্যক্ষ বলেন, ‘কলেজে এসে তারা আমাকে লাঞ্ছিত করে। পরে চকবাজার এলাকায়  তারা ভাঙচুর করলে টিনুর অনুসারীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।’

বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি বলেন, ‘উন্নয়ন ফি নামে বিজ্ঞান কলেজ কর্তৃপক্ষ এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ৫ হাজার টাকা করে আদায় করছিল। ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে আমি বিজ্ঞান কলেজে গিয়েছিলাম। এই সময় কাউকে লাঞ্ছিত করা হয়নি।’

স্থানীয়রা জানিয়েছেন, পরীক্ষার্থীদের কাছ থেকে বাড়তি ফি আদায়কে কেন্দ্র করে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি এবং চকবাজার এলাকার স্থানীয় যুবলীগ কর্মী নুর মোস্তফা টিনুর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,  শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি ফি ফেরত দেওয়ার বিষয় নিয়ে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কলেজের অধ্যক্ষের সঙ্গে বাকবিতন্ডা হয়। চকবাজার এলাকায় রনির লোকজন এসে অবস্থান নিয়েছেন জানতে পেরে এই সময় যুবলীগ নেতা নূর মোস্তফা টিনুর সমর্থক ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী ঘটনাস্থলে যান। এই সময় উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলে ধাওয়া -পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

নুর মোস্তফা টিনু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে কিছু বহিরাগত চকবাজার এলাকায় এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে জেনে আমার কিছু ছোট ভাই সেখানে গেলে তারা তাদের (টিনুর সমর্থক) ওপর হামলা করে। পরে আমরা তাদের পাল্টা ধাওয়া দেই। কলেজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা তাদের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছি।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাইবান্ধায় আগুনে পুড়ে ছাই ১০ দোকান
গাইবান্ধায় আগুনে পুড়ে ছাই ১০ দোকান
আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস
আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস
প্রধানমন্ত্রীর সঙ্গে নিহত বৈমানিক আসিম জাওয়াদের পরিবারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে নিহত বৈমানিক আসিম জাওয়াদের পরিবারের সাক্ষাৎ
দাঁড়িয়ে থাকা যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন
দাঁড়িয়ে থাকা যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়