X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

রিয়াদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত মজিদের বাড়িতে শোকের মাতম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ০৩:৫৮আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১১:২৫

রিয়াদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত মজিদের বাড়িতে শোকের মাতম সৌদি আরবের রিয়াদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার বিরাব এলাকায় আব্দুল মজিদের বাড়িতে এখন শুধুই কান্না। সংসারের অভাব অনটন দূর করতে আত্মীয়স্বজন , বন্ধুবান্ধব ও এনজিও থেকে সুদে টাকা নিয়ে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন আব্দুল মজিদ। কিন্তু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সব শেষ হয়ে গেছে। মজিদের মা জৈবুন্নেছা শোকে কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলছেন। বাবা আওলাদ হোসেন ছেলেকে হারিয়ে নির্বাক। সান্ত্বনা দিতে আসা স্বজনরাও কান্নায় ভেঙে পড়ছেন।
আব্দুল মজিদের স্ত্রী ময়না বেগম ৬ বছরের মেয়ে আমেনা আক্তারকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, এই মেয়েকে নিয়ে কীভাবে সংসার চলাবো? কত স্বপ্ন ছিল মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবো। কিন্তু সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল।
ময়না বেগম আরও জানান, সংসারের অভাব দূর করতে সুদের ওপর ৪ লাখ টাকা নিয়ে ৭ জানুয়ারি পার্শ্ববর্তী পলাশ থানাধীন ডাঙ্গা কেন্দুয়াবো এলাকার নাজিম উদ্দিনের মাধ্যমে কাজের জন্য রিয়াদে যান তার স্বামী। সেখানে প্রায় ৩ মাস কোনও কাজ পাননি মজিদ। রিয়াদের আল নুরা ইউনিভারসিটি আবাসিক এলাকায় একটি ভবনের রুমে ৭/৮ জনের সঙ্গে থাকতো সে।
১২ দিন আগে সেখানকার একটি ইউনিভারসিটিতে ক্লিনারের কাজ পায় সে। প্রতিদিনের মতো রাতের কাজ শেষ করে শুক্রবার সকালে রুমে এসে ঘুমিয়ে পড়েন মজিদ। সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মজিদসহ রুমে থাকা সবাই মারা যান। দুপুরে মোবাইলের মাধ্যমে একই ভবনে থাকা রাশেদ খান নামে এক যুবক বড় ভাই বাছেদ আলীকে মজিদের মৃত্যুর খবর জানায়। বর্তমানে তার লাশ রিয়াদের সিমুচি হাসপাতাল মর্গে রয়েছে ।

আব্দুল মজিদের মা জেবুন্নেছা বেগম জানান, এখন সরকারের কাছে শুধু একটাই দাবি, ছেলেকে তো আর ফিরে পাবো না, লাশটা যেন দ্রুত দেশে এনে দেয়।
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত আব্দুল মজিদের পরিবারের খোঁজ-খবর নিচ্ছি। লাশ দেশে আনাসহ পরিবারের লোকজনকে যেকোনও ধরনের সহায়তা করা হবে।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?