X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে রাজস্ব হালখাতায় আদায় ৩ কোটি ৮৩ লাখ টাকা

রাজশাহী প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ০৭:২৩আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ০৯:৩৭

বেলুন উড়িয়ে কর হালখাতার উদ্বোধন বাংলা নতুন বছরের প্রথম দিনের ঐতিহ্যবাহী আয়োজন হালখাতার আদলে এবার বকেয়া আদায়ে রাজশাহী কর কমিশনার কার্যালয় আয়োজিত ‘রাজস্ব হালখাতা’য় ব্যাপক সাড়া মিলেছে। রাজশাহী কর অঞ্চলের করদাতারা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক হিসাবের ৩ কোটি ৮৩ লাখ টাকার আয়কর দিয়েছেন। পহেলা বৈশাখের পরদিন রবিবার (১৫ এপ্রিল) কর কমিশনার কার্যালয় চত্বরে সকালে শুরু হয়ে হালখাতা চলে বিকাল ৫টা পর্যন্ত।
রাজশাহী অঞ্চলের উপ-কর কমিশনার মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, রাজশাহী কর অঞ্চলের রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার বাসিন্দাদের জন্য এই হালখাতা আয়োজন করা হয়েছিল। বিকাল ৫টা পর্যন্ত এই পাঁচ জেলার করদাতারা উপস্থিত হয়েছিলেন। সব মিলিয়ে ৩ কোটি ৮৩ লাখ টাকা বকেয়া আয়কর পরিশোধ করেন তারা।
কর কমিশনার কার্যালয়ে গিয়ে দেখা যায়, হালখাতায় কর পরিশোধ করায় রসগোল্লা, কালোজাম, সন্দেশ, বাতাসা, মণ্ডা, জিলাপি, লুচি, পুরি, বুন্দিয়া, মুড়ি, মুড়কি, চিড়াসহ বিভিন্ন খাবার দিয়ে আপ্যায়ন করা হচ্ছে করদাতাদের। কর বিভাগের কর্মকর্তারা এসব খাবার নিয়ে যেন গ্রামীণ মেলায় খাবারের পসরা সাজিয়েছেন।
এর আগে, রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে হালখাতা উদ্বোধন করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি নিজেও ১ লাখ ৬৮ হাজার ৯৪২ টাকা বকেয়া আয়কর দেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চলের কর কমিশনার ড. খন্দকার ফেরদৌস আলম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি।
আরও পড়ুন-
চিলমারীতে শতবর্ষী কূপ দখল করে মক্তব নির্মাণ!

নাটোরের উত্তরা গণভবন সংগ্রহশালায় সোনার প্রলেপযুক্ত বই

শুরু হয়নি ডুবে যাওয়া কার্গো উদ্ধারের কাজ, এক সদস্যের তদন্ত কমিটি

/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
দায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
শাহীনের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
শাহীনের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু