X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে ডাকাত দলের ১১ সদস্য আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ১৪:০০আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৬:১১

 

 আটক ১১ ডাকাত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ডাকাতি করার সময় আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্যকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ডলুরা গ্রামের অদুদ মিয়া ও জুলহাস মিয়ার বাড়িতে ডাকাতরা হানা দেয়। এসময় এলাকাবাসী পুলিশকে জরুরি সেবাদানকারী ৯৯৯ নাম্বারে ফোন দিলে বিশ্বম্ভরপুর থানা পুলিশ এসে মালামালসহ ১১ ডাকাতকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় ডাকাতদের কাছ থেকে নগদ ৩৯০০ টাকা, একটি চেইন, দুটি মোবাইলসেট, দুটি ছোরা, একটি রামদা, একটি চাকু, একটি চাইনিজ কুড়াল ও একটি স্ক্রুড্রাইভারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

আকটকৃতরা হলো সুনামগঞ্জ পৌরসভার ষোলঘর এলাকার রুবেল মিয়া (৩০) কাপনা গ্রামের বাচ্চু মিয়া (৩৫), বাহাদুরপুর গ্রামের কামাল মিয়া (৩৫),সিলেটের মানসিনগর গ্রামের আমিন মিয়া (২৮), হেংলাকান্দি গ্রামের মিজনুর রহমান (৪৫), নোয়াগাও গ্রামের আশরাফ আলী (৩৫), হবিগঞ্জের শিবপাশা গ্রামের সুমন মিয়া (২৫), দেবিপুর গ্রামের রাসেল মিয়া (৩০), শায়েস্তাগঞ্জ বাজারের এনাম মিয়া (৪০), জসিম উদ্দিন (৩০) ও সাদিকুর রহমান (২০)।

গৃহকর্তা মো. জুলহাস বলেন, ‘ভোরে ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে। এসময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিস নিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে সলুকাবাদ ইউনিয়নের তরুনিশা খেয়াঘাটে দিয়ে চলতি নদী পাড় হওয়ার সময় জনগণ ও পুলিশ তাদের আটক করে।’

ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার বলেন,‘জুলহাসের বাড়িতে নৌকা বানানোর লাখ খানেক টাকা ছিল। এ খবর ডাকাত দলের সদস্যরা জানতো। তাই সোমবার ভোরে তারা জুলহাসের বাড়িতে ডাকাতি করতে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তাদের আটক করে। ডাকাতির ঘটনায় জুলহাস ও  সবুজ মিয়া নামের দুই জন আহত হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আটককৃত ডাকাতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’  

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন জানান, সোমবার ভোরে জরুরি সেবার মেসেজ পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় কাপনা  গ্রাম থেকে ডাকাতদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন  এলাকায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী