X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

সাতকানিয়ায় ৯ জনের মৃত্যুর ঘটনায় ৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ মে ২০১৮, ২১:১৮আপডেট : ১৫ মে ২০১৮, ২১:২৪

চট্টগ্রাম সাতকানিয়ায় ইফতার সামগ্রী সংগ্রহ করতে গিয়ে পদদলনে ৯ নারী নিহতের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ মে) বিকালে ঘটনাস্থলের আশপাশের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার চারজন  ওইদিন যাকাত ও ইফতার বিতরণের সঙ্গে জড়িত ছিলেন বলে তিনি জানান।

গ্রেফতার চারজন হলেন, পূর্ব গাটিয়াডাঙ্গার জাকির হোসেনের ছেলে মো. ইদ্রিছ (২৬), মক্কার বাড়ির ছিদ্দিক আহমদের ছেলে মুরিদুল আলম প্রকাশ মুরাদ (২৭), হাঙ্গরমুখ (খন্দকার পাড়া) এলাকার মো. ইদ্রিছের ছেলে আজগর আলী (২৮) এবং আমিলাইশ এলাকার সোলায়মানের ছেলে হাবিব আহমদ সাহেদ (৩২)।

রফিকুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি গ্রেফতার চার ইফতার সামগ্রী বিতরণের সঙ্গে জড়িত ছিলেন। তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় দায়ের করা মামলায় অপর আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।’

এর আগে সোমবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের গাটিয়াডাঙ্গা গ্রামে কাদেরিয়া মুঈনুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে ইফতার সামগ্রী ও যাকাত বিতরণের সময় পদদলনে ৯ নারী নিহত হয়। ঘটনার  সময় পুলিশ ওই নয় নারী হিটস্ট্রোকে মারা গেছেন বলে সংবাদ মাধ্যমকে জানায়। পরে জানা যায় কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে পদদলনে তারা মারা গেছেন। এ ঘটনায় মঙ্গলবার (১৫ মে) সকালে নিহত হাসিনা আক্তারের স্বামী মোহাম্মদ ইসলাম থানায় মামলা দায়ের করেন। মামলায় কেএসআরএমের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহজাহানকে প্রধান আসামি করে ইফতার সামগ্রী বিতরণের সঙ্গে জড়িতদের অজ্ঞাত আসামি করা হয়।

আরও পড়ুন- 

সাতকানিয়ায় ৯ নারী নিহতের ঘটনায় মামলা

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার