X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত একরামের দাফন সম্পন্ন

কক্সবাজার প্রতিনিধি
২৮ মে ২০১৮, ১৬:৪১আপডেট : ২৮ মে ২০১৮, ১৮:৩৪

টেকনাফে কাউন্সিলর একরামুল হকের জানাজা কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একরামুল হকের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে রবিবার কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেন। জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

জানাজার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি, জেলা পরিষদ সদস্য শফিক মিয়া ও নিহত একরামের মেজ ভাই মো. নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় আত্মীয়-স্বজন, সহকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শেষবারের মতো এক নজর দেখার জন্য ভিড় জমায়।

এসময় এমপি আবদুর রহমান বদি বলেছেন, ‘র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত মো. একরামুল হক কোনও ইয়াবা ব্যবসায়ী ছিলেন না। তিনি ভালো লোক ছিলেন। তিনি বন্দুকযুদ্ধের মতো ভয়ঙ্কর কোনও কাজে অংশ নিতে পারেন না। আজ মাদকের কারণে একটি তাজা প্রাণ ঝরে গেছে।’ আগামীতে মাদক নিয়ে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

জেলা পরিষদ সদস্য শফিক মিয়া বলেন, প্রধানমন্ত্রীর মাদক বিরোধি বক্তব্যের পর সারা দেশে চলমান অভিযানকে আমরা স্বাগত জানায়। আমরা চাই মাদকমুক্ত সমাজ ও দেশ। তাই একরামের মত কোন নিরপরাধ ব্যক্তি যাতে ক্রসফায়ারে মারা না যায়, সে ব্যাপারে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।

নিহত একরামের মেজ ভাই নজরুল ইসলাম বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার ভাই কোনোভাবেই ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল না। আমার ভাই একরাম ভালো মানুষ নাকি খারাপ মানুষ ছিলেন তা জানাজায় উপস্থিত হাজারো মানুষের কাছে জানতে চাই।’ এসময় উপস্থিত হাজার হাজার মানুষ হাত তুলে সমর্থন জানান নিহত একরামুল হক এলাকায় একজন ভালো মানুষ ছিলেন।

উল্লেখ্য, শনিবার রাত ১টার দিকে টেকনাফের বাহারছড়ার নোয়াখালীয়া পাড়া সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একরাম নিহত হন। ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি এলজি, ৬ রাউন্ড কার্তুজ, ৫টি খালি খোসা ও ১০ হাজার ইয়াবাসহ তার মৃতদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন- টেকনাফে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ ওয়ার্ড কাউন্সিলর একরাম নিহত

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস