X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘রাস্তায় নামলেও সহিংসতা করিনি, এটা সরকারের বিরুদ্ধে কীভাবে যায়?’

সিরাজুচ ছালেকীন, রাবি
০৬ জুলাই ২০১৮, ১৩:৫১আপডেট : ০৭ জুলাই ২০১৮, ০৯:৩৭

স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হচ্ছে তরিকুলকে ‘আমাদের দাবিগুলো যৌক্তিক ছিল, আছে। আমরা রাস্তায় নেমেছি, কিন্তু সহিংসতা করিনি। শুরু থেকে শেষ পর্যন্ত অহিংস ছিলাম। কোনও রাজনৈতিক দলকে আমাদের আন্দোলনে বা কমিটিতে আসতে দেইনি। সরকারকে নিয়ে কোনও কটূক্তি বা স্লোগানও করিনি। তাহলে এটা সরকারের বিপক্ষে কীভাবে যায়?’ ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে রামদা, হাতুড়ি ও লাঠি হামলার শিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই কথাগুলো বলেন।

তরিকুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তার মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে চলতি বছরের সেপ্টেম্বরে। তিনি বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের আবাসিক শিক্ষার্থী। কোটা আন্দোলন রাবি শাখার যুগ্ম আহ্বায়ক তিনি। রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তরিকুল ইসলাম

জানা যায়, গত ২ জুলাই বিকালে কোটা সংস্কার অন্দোলনকারীরা পতাকা মিছিল বের করলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে ১৫ জন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে তরিকুলকে একা পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা রামদা, হাতুড়ি ও লাঠি দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তার ডান পায়ের হাঁটুর নিচের দুটি হাড় ভেঙে যায়। এছাড়া মাথায় গুরুতর জখম হয়। ওইদিন বিকালে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বৃহস্পতিবার (৫ জুলাই) বিকালে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। পরে তার বড় ভাই তৌহিদুল ও সহপাঠীরা মিলে তাকে রয়্যাল হাসপাতালে নিয়ে আসেন।

শুক্রবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরের রয়্যাল হাসপাতালে তরিকুলের সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউন প্রতিবেদকের। বেডের কাছে যেতেই সামনে থাকা চেয়ারে বসতে বললেন তিনি। তরিকুলের ডান পা হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত প্লাস্টার করা। মাথায় দুই পাশে সেলাই করা। কথা বলতে পারলেও মাঝে মধ্যেই ব্যথায় কাতরাচ্ছিলেন তিনি। এরমধ্যে তরিকুলের ছোট বোন ফাতিমা এসে খবর দিলেন, তার খালা আজ মারা গেছেন। সেই খবরে কান্নায় ভেঙে পড়েন ভাই-বোন। পরে বেলা সাড়ে ১১টায় শরীরের কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য অন্য একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয় তরিকুলকে। তরিকুলকে পেটায় ছাত্রলীগের কর্মীরা

হাসপাতাল থেকে বের হওয়ার আগে বাংলা ট্রিবিউনকে তরিকুল বলেন, ‘সবাই যেন সরকারি চাকরি করার সুযোগ পায়, বৈষম্য না থাকে সেজন্যই রাস্তায় নেমেছিলাম। আন্দোলনে গিয়েছিলাম সেদিন। কিন্তু আর কত রক্ত দিলে এই কোটা পদ্ধতি সংস্কার হবে। আর কত ভাইদের রক্ত দিতে হবে? যেখানে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সরকারি চাকরিতে যদি বৈষম্য না থাকে তাহলে আর কোথাও বৈষম্য থাকবে না। আমি বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই, তখন আমার স্বপ্ন ছিল আমি বিসিএস ক্যাডার হবো। অনেক বড় সরকারি কর্মকর্তা হয়ে দেশের সেবা করবো। কিন্তু যখন অনেক বড় ভাইদের দেখেছি, তারা বেশ কয়েকবার বিসিএস ভাইভা দেওয়ার পরও চাকরি পাননি। নন-ক্যাডারেও চাকরি হয়নি, সরকারি চাকরিও হয়নি। তখন বুঝতে পেরেছি, কোটা পদ্ধতির কারণে কত মেধাবী মুখ ঝরে যাচ্ছে।’ রাবিতে তরিকুলকে পেটায় ছাত্রলীগের কর্মীরা

তরিকুল ইসলাম বলেন, ‘সাংবাদিক ভাইরা তো পরে আসছেন। প্রথম যখন আমাকে মারছে তখন আমি দাঁড়ায়ে ছিলাম। তখন অনেক মারছে। দাঁড়ায়ে থাকা অবস্থায় আমার মাথায় আঘাত করা হয়। তখন আমার মাথার একপাশে ফেটে যায়। তারপর যখন পড়ে যাই তখনও অনেক মারধর করেছে। তখন মাথার আরেক পাশে ফেটে যায়। আমি পরে ফুটেজ দেখেছি, যারা ভিডিও করেছেন, তারা অনেক পরে করেছেন। সাংবাদিকরা আসতে আসতে অনেক মারধর করেছে।’

তরিকুলের সঙ্গে থাকা সহপাঠীরা জানান, বৃহস্পতিবার রাতে রয়্যাল হাসপাতালে ডাক্তার তরিকুলকে দেখার পর কিছু পরীক্ষা দেন। পরীক্ষার রিপোর্ট এলে তিনি আবার দেখে প্রয়োজনীয় চিকিৎসা দেবেন। তরিকুলের ভেঙে যাওয়া পায়ের এক্সরে রিপোর্ট

তরিকুলের বড় ভাই তৌহিদুল ইসলাম বগুড়া আজিজুল হক কলেজে মার্কেটিং বিভাগে অনার্স করছেন। বোন ফাতিমা খাতুন বগুড়ার অন্য একটি মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স করছেন। পাঁচ সদস্যের পরিবারে একমাত্র আয়ের উৎস বাবা। তিনিও কৃষিকাজ করেন। মা গৃহিণী। তরিকুল জানান, তিন ভাইবোনের সব খরচ তার বাবা বহন করছেন।

তরিকুলের বোন ফাতিমা খাতুন বলেন, ‘অনেক কষ্টে ভাইকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছি। অনেক আশা ছিল ভাই বিসিএস পরীক্ষা দিয়ে বড় সরকারি কর্মকর্তা হবে। বাবা মায়ের কষ্ট দূর করবে এটাই আশা ছিল। কিন্তু এখন ভবিষ্যত অনিশ্চিতের মুখে। আপনারা আমার ভায়ের জন্য দোয়া করবেন।’

আরও পড়ুন- 

হাতুড়ি পেটায় পা ভাঙা তরিকুলকে রাখেনি রামেক হাসপাতাল

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌকা নিয়ে দ্বিমত থাকলে তাদের নিয়ে কাজ করবো না: গণপূর্তমন্ত্রী
নৌকা নিয়ে দ্বিমত থাকলে তাদের নিয়ে কাজ করবো না: গণপূর্তমন্ত্রী
কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
ড. মাহবুব উল্লাহর ‘আমার জীবন আমার সংগ্রাম’ বইয়ের পাঠ উন্মোচন 
ড. মাহবুব উল্লাহর ‘আমার জীবন আমার সংগ্রাম’ বইয়ের পাঠ উন্মোচন 
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই