X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

পাটগ্রাম সীমান্তে ৫৯ ভারতীয় গরু উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি
০৮ জুলাই ২০১৮, ০১:২৭আপডেট : ০৮ জুলাই ২০১৮, ০১:৩০

লালমনিরহাট লালমনিরহাটের পাটগ্রামে সীমান্ত পথে অবৈধভাবে আনা ৫৯টি ভারতীয় গরু উদ্ধার করেছে  বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)।
শনিবার (৭ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র গঠিত নেতৃত্বে টাস্কফোর্স পাটগ্রাম পৌরসভার আন্তঃজেলা ও বাইপাস এলাকার দুই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ৫৯টি গরু উদ্ধার করা হয়। গরুগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ টাকার বেশি হতে পারে বলে জানিয়েছে বিজিবি।
টাস্কফোর্সের অভিযানের সময় উপস্থিত ছিলেন— রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. মহিউস সুন্নাহ, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, পাটগ্রাম থানার ওসি সাজ্জাদ হোসেন, পাটগ্রাম পৌরসভার কাউন্সিলর মজিদুল ইসলাম, আসাদুজ্জামান লিটনসহ স্থানীয় সংবাদ কর্মীরা।
পাটগ্রাম থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, ‘পাটগ্রাম রসুলগঞ্জ বাজারের বাইপাস রোডের পাশে মো. সোবহান ও আজগার আলীর বাড়ি থেকে ভারত অবৈধভাবে আনা গরুগুলো টাস্কফোর্সের মাধ্যমে জব্দ করা হয়েছে।’
রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. মহিউস সুন্নাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবরটি জানার পর স্থানীয় প্রশাসনের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হয়। পরে দুই ব্যক্তির বাড়ি থেকে ৫৯টি গরু জব্দ করা হয়েছে। গরুর মালিক পলাতক রয়েছে। পাটগ্রামের বিভিন্ন সীমান্ত পথে অবৈধভাবে আনা এসব ভারতীয় গরু পাটগ্রামের রসুলগঞ্জ হাটের পার্শ্ববর্তী চোরকারবারিদের লাইনম্যানের বাড়িতে মজুত করা হয়েছিল। জব্দ করা গরুগুলো ধবলসূতী বিজিবি কোম্পানি সদরে রাখা হয়েছে। তাড়াতাড়ি নিলামের প্রস্তুতি চলছে।’
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম বলেন, ‘রংপুর বিজিবি-৬১  ব্যাটালিয়নের পরিচালক ও আমি নিজেসহ অবৈধভাবে সীমান্ত পথে আনা ভারতীয় ৫৯টি গরু জব্দ করা হয়।  গরুগুলো বিজিবির তত্ত্বাবধানে রয়েছে। কাস্টমসের সঙ্গে যোগাযোগ করে তারা (বিজিবি) গরুগুলো নিলামে বিক্রির ব্যবস্থা করবে।’

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়