X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে প্রচারণা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আ.লীগ-বিএনপির

রাজশাহী প্রতিনিধি
১১ জুলাই ২০১৮, ২১:০৪আপডেট : ১১ জুলাই ২০১৮, ২১:১৫

রাজশাহী সিটির একটি এলাকা

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের প্রচারণা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। আওয়ামী লীগের অভিযোগ, তাদের নামে বিএনপি মেয়রপ্রার্থীর নেতাকর্মী ও সমর্থকেরা অপপ্রচার চালাচ্ছেন। আর বিএনপির অভিযোগ, প্রচারণার শান্তিপূর্ণ পরিবেশ বিশৃঙ্খল করছেন আওয়ামী লীগ মেয়রপ্রার্থীর নেতাকর্মী ও সমর্থকেরা।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের অভিযোগ, ‘আমার নামে অপপ্রচারে নেমেছেন বিএনপি মেয়রপ্রার্থীর নেতাকর্মী ও সমর্থকেরা। তারা কিছু মিথ্যা অভিযোগও করছে। এর মধ্যে অন্যতম হলো পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিড়ে নষ্ট করার অভিযোগ, যা সম্পূর্ণ মিথ্যাল।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ বড় ও সুসংগঠিত দল। নির্বাচন নিয়ে সব পরিকল্পনা ও প্রস্তুতি আমাদের আগে থেকেই ছিল। তাই প্রচার শুরুর সঙ্গে সঙ্গে নগরজুড়ে পোস্টার, ব্যানার ও ফেস্টুন টাঙাতে দলের নেতাকর্মীরা নেমে পড়েন। সেজন্য সব এলাকায় আমার পোস্টার, ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে।’

লিটন বলেন, ‘নগরীতে পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানোর অনেক জায়গা রয়েছে, সেখানে বিএনপির প্রার্থী টাঙাতে পারেন। পরিকল্পনার অভাবে বিএনপির প্রার্থী প্রচারে পিছিয়ে পড়েছেন। হার নিশ্চিত জেনে এখন অপপ্রচার শুরু করেছেন। এবার ভোটাররা বিএনপির অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনুর অভিযোগ, ‘আওয়ামী লীগ মেয়রপ্রার্থীর নেতাকর্মী ও সমর্থকেরা প্রচারণার শান্তিপূর্ণ পরিবেশ বিশৃঙ্খল করছেন। সরকার দলীয় প্রার্থীর সন্ত্রাসীরা ১নং ওয়ার্ডসহ অন্য ওয়ার্ডে বিএনপি মেয়রপ্রার্থীর পোস্টার, ব্যানার ও ফেস্টুন  টাঙাতে বাধা দিচ্ছে। কিছু কিছু এলাকায় টাঙানো পোস্টার তারা ছিড়ে নষ্ট করেছে। এ ছাড়া, এখন থেকেই ভোটারদের ধানের শীষে ভোট দিতে তারা নিষেধ করছে। এমনকি, ভোট কেন্দ্রে না যাওয়া জন্য ভোটারদের ভয় দেখাচ্ছে। গেলেও নৌকায় ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘রাজশাহী শান্তির শহর। কিন্তু সরকার দলীয় প্রার্থী ও তার দোসরদের জন্য রাজশাহীর পরিবেশ ইতোমধ্যে গরম হতে শুরু করেছে।’

মিজানুর রহমান মিনু বলেন, ‘বিএনপি জনপ্রিয় ও সুশৃঙ্খল দল। দলে মধ্যে কোনও দ্বন্দ্ব বা কোন্দল নেই। বিএনপি নেতারা এখন পূর্বের থেকে অনেক একতাবদ্ধ ও সংগঠিত। সুষ্ঠু নির্বাচন তারা আশা করছেন। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি প্রার্থী প্রায় ৭০ হাজার ভোটে বিজয়ী হবেন।’ তিনি বলেন, ‘রাজশাহীতে কোনোভাবেই বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। বিএনপি নেতাকর্মীরা জীবন দিয়ে হলেও সরকারের নীল-নকশা ও প্রহসনের নির্বাচন রুখে দেবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস