X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বিএসএফ’র গুলিতে দৃষ্টি হারানো রাসেলকে ভারতে পাঠালো ভারতীয় হাইকমিশন

কুড়িগ্রাম প্রতিনিধি
২৮ জুলাই ২০১৮, ২৩:০৬আপডেট : ২৮ জুলাই ২০১৮, ২৩:২১

বিএসএফ এর গুলিতে চোখের দৃষ্টি হারানো স্কুলছাত্র রাসেল মিয়া

চোখের দৃষ্টি ফেরানোর আশায় চিকিৎসা নিতে ভারতে গেলো স্কুলছাত্র রাসেল মিয়া (১৪)। কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে তিন মাস আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র ছোঁড়া গুলির আঘাতে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে সে। শনিবার (২৮ জুলাই)  বিকাল সোয়া ৩টায় জ্যাঠাতো ভাই রেজাউল ইসলামের সঙ্গে বিমানে করে ভারতে যায় সে।

রাসেলের বড় ভাই রুবেল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

রাসেল মিয়া কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী নোয়াখালিটারী গ্রামের আব্দুল হানিফ মিয়ার ছেলে ও বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

রাসেলের বড় ভাই রুবেল মিয়া জানান, ভারতে রাসেলের চিকিৎসার ব্যয়ভার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি রাজেশ ইউকে বহন করবেন বলে জানিয়েছেন। দিল্লির এইমস হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হবে। রাসেলের ভারতে যাওয়ার জন্য বিমানের টিকিটও তারাই সরবরাহ করেছেন। রুবেল মিয়া আরও জানান, ভারতে চিকিৎসার যাবতীয় খরচ ভারত সরকারের পক্ষ থেকে বহন করা হবে বলে আশ্বস্ত করেছেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের ফাস্ট সেক্রেটারি রাশেজ ইউকে।

গত ৩০ এপ্রিল বিকালে ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশের ২০ গজ অভ্যন্তরে গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয় রাসেল মিয়া। চোখে স্প্লিন্টারের আঘাতে ঘটনার দিনই রাসেলকে রংপুরের প্রাইম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকলেও দৃষ্টি শক্তি ফিরে পায়নি রাসেল মিয়া। উপরন্তু ডান চোখে স্প্লিন্টার বিদ্ধ অবস্থায় বাড়িতে ফিরতে হয় তাকে। বিএসএফের ছোঁড়া গুলির আঘাতে রাসেল মিয়ার দৃষ্টি শক্তি হারানোর খবর বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে আইন ও শালিস কেন্দ্র (আসক) বিষয়টি আমলে নিয়ে ঢাকাস্থ ভারতীয় হাই-কমিশন গিয়ে আহত রাসেলের উন্নত চিকিৎসার জন্য আবেদন করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন স্কুল ছাত্র রাসেলের উন্নত চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে তাকে ভারতে পাঠানোর ব্যবস্থা করলো।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ী থেকে ১১ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার
যাত্রাবাড়ী থেকে ১১ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে অপহরণের শিকার বাবা-ছেলেসহ ৩ জন
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে অপহরণের শিকার বাবা-ছেলেসহ ৩ জন
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ আসছে আজ
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ আসছে আজ
থাইল্যান্ড সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধানমন্ত্রী
থাইল্যান্ড সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!