X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

কাফনের কাপড় মাথায় দিয়ে ভোটকেন্দ্রে যাবো: বুলবুল

রাবি প্রতিনিধি
২৯ জুলাই ২০১৮, ১৪:৫৯আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১৮:৪৮

 

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বুলবুল রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে কাফনের কাপড় মাথায় দিয়ে ভোটকেন্দ্রে যাবেন বলে জানিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। রবিবার বেলা সাড়ে ১২টায় রাজশাহী নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি সেখানে গিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে বিনা ওয়ারেন্টে গ্রেফতার ও হয়রানির অভিযোগ করেন।

তিনি আরও বলেন, ‘ডিবি কর্মকর্তারা সরকারের একটি অঙ্গসংগঠন হিসেবে কাজ করছে। জনগণের টাকায় বৈধ আর্মস নিয়ে তারা বাংলার মানুষকে নির্যাতন করছে। এসব নির্যাতনের মধ্যেও আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি। তাই আগামীকাল কাফনের কাপন মাথায় দিয়ে আমরা ভোটকেন্দ্রে যাবো।

নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির অভিযোগ তুলে বুলবুল বলেন, ‘দেড় মাস ধরে বিএনপি ও ২০ দলীয় নেতাকর্মীদের ওপর সরকারের নির্যাতন অব্যাহত রাখা হয়েছে। শুধু নেতাকর্মী নয়, তাদের পরিবারকেও নির্যাতনের মধ্যে রাখা হয়েছে। কিছু পরিবারকে রাজশাহী ছাড়া করা হয়েছে।’

তিনি বলেন, ‘গত তিন দিনে জেলার ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেনের বাড়িতে ডিবি ও পুলিশ কর্মকর্তারা গিয়ে তাকে বাড়ি থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। ২৮ নম্বর ওয়ার্ডের এক কর্মীর স্ত্রী ও সন্তানকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। শর্ত দেওয়া হয়েছে, সেই কর্মী যদি থানায় হাজিরা না দেয় তাহলে তাদের ছাড়া যাবে না। আমাদের ১ নম্বর ওয়ার্ডের ভাইস প্রেসিডেন্টের ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে আগামীকালকে নির্বাচনে পোলিং এজেন্ট হিসেবে যেন না যায়। এ পর্যন্ত আমাদের ২৩ থেকে ২৪ জন পোলিং এজেন্টকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, আমরা আশা করেছিলাম আগামী ৩০ জুলাই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে সরকারি দল চিহ্নিত সন্ত্রাসী, পুলিশ, বিশেষ এলাকার বিশেষ দল থেকে আসা ক্যাডার বাহিনী এবং সর্বোপরি অযোগ্য নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন পরিচালনা করছে। এ কমিশন সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ।

এ সময় তারা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবর গ্রেফতার, হয়রানি, হুমকি দেওয়া এবং ভোটার, পোলিং এজেন্টদের নিরাপত্তার দাবি জানিয়ে লিখিত অভিযোগ দেন। রাজশাহী জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন তপু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!