X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় পর্যায়ে ‘সুন্দরবন দিবস’ পালনের দাবি

বাগেরহাট প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৯

বাগেরহাটে সুন্দরবন দিবস পালন উপলক্ষে র‌্যালি ‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’ এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে সুন্দরবন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তারা জাতীয়পর্যায়ে সুন্দরবন দিবস পালনের দাবি জানান।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে এ র‌্যালি বের করা হয়।  এছাড়া বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জেও পৃথকভাবে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

এসব অনুষ্ঠানে বক্তারা আগামী বছরের ১৪ ফ্রেব্রুয়ারি থেকেই জাতীয়পর্যায়ে সুন্দরবন দিবস পালনের ঘোষণা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, ‘সুন্দরবন-সংলগ্ন জেলাগুলোর মানুষ দীর্ঘদিন ধরে ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস ঘোষণার দাবি জানিয়ে আসলেও অজ্ঞাত কারণে তা আজও বাস্তবায়িত হয়নি। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন শুধু আমাদের সম্পদ নয়, এটি এখন পৃথিবীর সম্পদ। তাই সুন্দরবনকে সুরক্ষা দেওয়া সবার দায়িত্ব। কারণ সুন্দরবন আমাদের নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে।’

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। এ সময় বক্তব্য দেন– বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভিগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোজাফফর হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ বাকী তালুকদার, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, আহসানুল করিম প্রমুখ। অনুষ্ঠানে বাগেরহাটের বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

২০০২ সাল থেকে বাগেরহাটসহ সুন্দরবন সংলগ্ন জেলাগুলোতে স্থানীয় প্রেসক্লাবসহ বিভিন্ন বেসরকারি সংগঠন দিবসটি পালন করে আসছে।

  

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!