X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

শাবিতে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা গুরুতর আহত

শাবি প্রতিনিধি
২৪ মার্চ ২০১৯, ০৭:১৩আপডেট : ২৪ মার্চ ২০১৯, ০৭:৩৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিপক্ষের হামলায় এক ছাত্রলীগ নেতার মাথা থেঁতলে গেছে। শনিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত রাজিব সরকার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মুশফিকুর রহমান জিয়ার অনুসারী। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও বিভাগ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে রাজিব সরকারের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা রাজিবকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। একপর্যায়ে ইটের টুকরো দিয়ে মাথায় আঘাত করলে তার মাথার সামনের অংশ থেঁতলে যায়। এছাড়া রাজিবের পিঠ ও হাতে লোহার রড ও জিআই পাইপ দিয়ে পেটানো হয়।

অভিযোগ উঠেছে হামলাকারীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেনের অনুসারী।
হামলায় গুরুতর আহত রাজিব বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে প্রায় আধা ঘণ্টা পড়ে ছিলেন। পরে ফটকের পাশের এক দোকানদার ও সাগর নামে এক বহিরাগত যুবক তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান ভূইয়া দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে রাজিবকে হত্যার উদ্দেশ্যে প্রতিপক্ষের নেতাকর্মীরা হামলা চালিয়েছিল। তবে তার ওপর হামলার কারণ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
তিনি জানান, বর্তমানে রাজিবের চিকিৎসা চলছে। তার সিটি স্ক্যান করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত সে আশঙ্কামুক্ত।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক শাখাওয়াত হোসেন বলেন, আমরা ঘটনা সম্পর্কে জেনেছি। ঘটনাটি অনাকাঙ্খিত ও দুঃখজনক। যে বা যারা ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

শাবির প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ বলেন, মূল ফটকে হামলায় এক ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কে বা কারা রাজিবকে আহত করেছে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!