X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ব্যবসায়ীর স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
০১ মে ২০১৯, ১৭:২৮আপডেট : ০১ মে ২০১৯, ১৭:৩৫

চট্টগ্রামে ব্যবসায়ীর স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেফতার ১

চট্টগ্রামের ব্যবসায়ী আবুল কাশেমের স্ত্রী রোকসানা হত্যা মামলার আসামি মোহাম্মদ সোহেল (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে নগরীর চরপাথরঘাটা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (১ মে) দুপুরে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম এই তথ্য জানিয়েছেন।

নগরীর কোতোয়ালী থানার সংবাদ সম্মেলন থেকে তিনি জানান, অভিযুক্ত সোহেল চন্দনাইশ উপজেলার দোহাজারী গ্রামের রফিক সওদাগর বাড়ির জামাল উদ্দিনের ছেলে। বর্তমানে তারা বাকলিয়া থানার নুরুল হক হাজী কলোনিতে থাকে। টাকা ও স্বর্ণালঙ্কার লুট করতেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে সে। 

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম আরও বলেন, ‘ঘটনার পর আমরা বিভিন্ন আলামত সংগ্রহ করি। এই এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করি। পরে চরপাথরঘাটা এলাকা থেকে তাকে আমরা গ্রেফতার করি। গ্রেফতার সোহেল নিহত রোকসানার স্বামী আবুল কাশেমের সর্ম্পকে মামা হন।’

সোহেলকে গ্রেফতারের সময় পুলিশের অভিযানে উদ্ধার মালামাল

এ সর্ম্পকে জানতে চাইলে ব্যবসায়ী আবুল কাশেম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোহেল আমার বোনের জামাইয়ের চাচাতো বোনের ছেলে। আমাদের সাথে তার তেমন কোনও যোগাযোগ ছিল না।’ সে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর হাজী নুরুল হকের আপন বোনের ছেলে বলে তিনি জানান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেলের স্বীকারোক্তির বরাতে পুলিশ জানায়, দুপুর সোয়া ১২টার দিকে আবুল কাশেমের বাসায় যায় সোহেল। তার স্ত্রী রোকসানার কাছে ৩০ হাজার টাকা দাবি করে সে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ছুরি বের করে ভয়ভীতি দেখায়। তাতেও টাকা দিতে রাজি না হলে রোকসানাকে ছুরিকাঘাত করে সে। এরপর রোকসানার মৃত্যু নিশ্চিত করে আলমারি থেকে বিভিন্ন স্বর্ণালংকার, তেলের ডিও, মোবাইল ও একটি ল্যাপটপ নেয়। এসময় বাসায় কাজের বুয়া এলে তাকে চাকুর ভয় দেখিয়ে বাথরুমে রাখে। পরে হত্যাকাণ্ডের আলামত নষ্ট করতে রুমে আগুন ধরিয়ে দেয়। এসময় রোকসানার ছোট ছেলে আব্দুল আজিজ বাসায় প্রবেশ করলে তার পেটেও ছুরিকাঘাত করে সে।

মঙ্গলবার দুপুরে এই ঘটনার পর রাতে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন নিহত রোকসানার স্বামী ব্যবসায়ী আবুল কাশেম। 

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা