X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ইটভাটার তাপে পুড়লো জমির ধান

নীলফামারী ও টাঙ্গাইল প্রতিনিধি
০৪ মে ২০১৯, ১২:০৫আপডেট : ০৪ মে ২০১৯, ১২:১৩

সৈয়দপুরে ইটভাটা ইটভাটার ধোঁয়ার আগুনে নীলফামারি ও টাঙ্গাইলে জমির ধান পুড়ে গেছে। ভরা মৌসুমে ক্ষতির শিকার হয়েছেন কৃষকরা।  

নীলফামারি

নীলফামারীর সৈয়দপুরে ইটভাটার ধোঁয়ার তাপে প্রায় ১৫০ একর জমির উঠতি ফসল চলতি ইরি-বোরো  মৌসুমের ধানের ক্ষেত পুড়ে গেছে। ধানগুলো লালচে হয়ে শীষ চিটায় পরিণত হয়েছে। বিশাল এলাকাজুড়ে ধানের গাছ দেখা গেলেও সেগুলোতে নেই কোনও শীষে ধানের দানা। কোথাও কোথাও শীষসহ পুরো গাছই পুড়ে সাদা আকার ধারণ করেছে। ফলে ওই এলাকার কৃষকরা এবার সম্পূর্ণরূপে বোরো ফসল থেকে বঞ্চিত হবেন।

উপজেলার কামারপুকুর ইউনিয়নের কাঙ্গালুপাড়ার কৃষক নুর বানূ জানান, ‘অনেক টাকা খরচ করে দুই বিঘা জমিতে ধানের আবাদ করেছিলাম। ধানের মোচা আসা মাত্র কিছুদিনের মধ্যে পাশের এমজেডএইচ ব্রান্ডের ইটভাটার ধোঁয়ায় এলাকার সব ক্ষেতের ধান পুড়ে গেছে। আমরা চরমভাবে ক্ষতির মুখে পড়েছি। সৈয়দপুর কৃষি বিভাগকে প্রায় এক সপ্তাহ আগে জানালেও কোনও ভ্রুক্ষেপ করেনি তারা। বাধ্য হয়ে আমরা গত তিন দিন যাবত ইটভাটা এলাকায় আন্দোলন করছি।’ সৈয়দপুরে পুড়ে যাওয়া ধানের জমি

নাম প্রকাশে অনিচ্ছুক অনেক কৃষক অভিযোগ করে বলেন, ইটভাটা হওয়ার পর থেকে এখানে চাষাবাদে সমস্যা হচ্ছে। তাই তারা এখান থেকে ইটভাটার অপসারণ চান। তাছাড়া এবার ধান ক্ষেতগুলোর মোচা আসার পরও ইটভাটায় আগুন দেওয়ায় এতবড় ক্ষতি হলো।

তারা আরও জানান, কামারপুকুর ইউনিয়নে প্রায় ২২টির মতো ইটভাটা রয়েছে। কৃষি বিভাগ এ ব্যাপারে কোনও পদক্ষেপ না নেওয়ায় ভাটা মালিকরা ফলনের আগ  মূহূর্তেও  ইটভাটায় আগুন দিয়ে থাকে। এভাবে বার বার ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা।

মেসার্স জিকরুল হক ট্রেডার্স ইটভাটার মালিক হারুন হক বলেন, ‘আমরা দীর্ঘ ২২ বছর যাবত এখানে ইটভাটা চালিয়ে আসছি। কোনও দিন এমন ঘটনা ঘটেনি। ধানগুলো অতিরিক্ত প্রাকৃতিক তাপমাত্রা ও খড়ার কারণে পুড়ে গেছে বা অন্য কোনও সমস্যা থাকতে পারে। ইটভাটার ধোঁয়ার কারণে হয়নি। তাছাড়া ভাটার পার্শ্ববর্তী ক্ষেতে কিছুই হয়নি। ভাটা থেকে অনেক দূরের ক্ষেতে কীভাবে এমন হলো বিষয়টি কৃষি বিভাগের আরও খতিয়ে দেখা দরকার।’

এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোমায়রা মন্ডল জানান, ‘সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে তদন্ত টিম গঠন করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়া বলেন, ‘মৌখিক অভিযোগের ভিত্তিতে মাঠ পর্যায়ে গিয়ে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।  বিষয়টি দেখে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্ত টিম রিপোর্ট দিলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে  ধারণা করা হচ্ছে, ইটভাটার ধোয়ার কারণেই ধানগুলো পুড়ে চিটায় পরিণত হয়েছে।’

টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটা থেকে নির্গত উত্তপ্ত কালো ধোঁয়ায় প্রায় ২০ একর জমির বোরো ধান পুড়ে নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করেছেন কৃষকরা। ফলে ক্ষতিগ্রস্ত কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। ধান ছাড়াও ভাটা সংলগ্ন এলাকায় বিভিন্ন গাছপালার পাতা ঝরে যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। মির্জপুরে ইটভাটা

স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামের আব্দুর রহিম ও তার আত্মীয় গাজীপুরের কড্ডা এলাকার রেজাউল করিম মিলে উপজেলার বহুরিয়া গ্রামের পূর্বপাড়ায় আবাদি জমি ওপর এএনবি-২ নামে একটি ইটভাটা স্থাপন করেন। ভাটার তিন দিকে আবাদি জমি ও একপাশে নদী ঘেঁষা ওই এলাকায় ৭-৮ একর আবাদী জমি ভাড়া নিয়ে সংশ্লিষ্ট দফতরের অনুমোদন ছাড়াই ভাটাটি চালু করা হয়। ওই সময় সচেতনমহল বাধা দিলেও স্থানীয় শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা নিরব ভূমিকায় থাকায় তারা ইটভাটাটি স্থাপন করে। মির্জপুরে ইটভাটার কারণে পুড়ে যাওয়া ধানের ক্ষেত

ক্ষতিগ্রস্ত কৃষক বদর মুন্সী, মোসলেম উদ্দিন, মামুন, কদম মিয়া, তারা মিয়া, রহম আলী, করিম সিকদার, ঠান্ডু মিয়াসহ বেশ কয়েকজন কৃষক জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর বোরোর আবাদ খুবই ভালো হয়েছিল। ১৫-২০ দিন পর ধান কাটাও শুরু হয়ে যাবে। কিন্ত গত ২৭ এপ্রিল সকালে হঠাৎ ভাটার কালো ধোঁয়া অতিরিক্ত ছাড়লে পুরো এলাকার জমির ধান পুড়ে নষ্ট হয়ে যায়। এছাড়াও ভাটার আশপাশের বাড়ির গাছের পাতা নষ্ট হয়ে গেছে। সারা বছরের আবাদ নষ্ট হয়ে যাওয়ায় এখন পরিবার পরিজন নিয়ে তাদের সংসারটা খুবই  কষ্টে যাবে বলে দাবি করেন তারা। ক্ষতিগ্রস্ত কৃষক পুড়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণ ও তিন ফসলি জমির ওপর স্থাপন করা ইটভাটা অপসারণের দাবি জানান।

স্থানীয়দের অভিযোগ, ফসলী জমিতে অবৈধভাবে ইটভাটা চালু করার পর ভাটা মালিক ওই এলাকার কৃষকদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে পার্শ্ববর্তী জমির মাটি কেটে নেওয়া ও ধানক্ষেতের পাশের মাটি কেটে পুকুর তৈরি করে কৃষকদের নানাভাবে ক্ষতি করছেন। কেউ প্রতিবাদ করলে তাদের নানাভাবে হয়রানি করা হয়।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্লক সুপারভাইজার তোফায়েল হোসেন বলেন, ইটভাটার কালো ধোঁয়ায় ওই এলাকার প্রায় ১৬একর জমির ফসল পুড়ে নষ্ট হয়ে গেছে। যার আর্থিক ক্ষতির পরিমাণ ৭-৮ লাখ টাকা হবে। মির্জপুরে ইটভাটার কারণে পুড়ে যাওয়া ধানের ক্ষেত

উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান বলেন, ‘বিষয়টি শুনে ওই এলাকায় ব্লক সুপারভাইজারকে পাঠানো হয়েছিল। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

ইটভাটার মালিক আব্দুর রহিম কালো ধোঁয়ায় জমির ধান পুড়ে নষ্ট হওয়ার কথা স্বীকার করে বলেন, ‘স্থানীয় চেয়ারম্যান, কৃষি কর্মকর্তা ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে বৈঠক করা হবে। কৃষকদের ক্ষতির পরিমাণ হিসেবে তাদের টাকা দেওয়া হবে।’

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক বলেন, ‘এ বিষয়ে কৃষি কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। ওই এলাকা পরিদর্শন করে ইটভাটার মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও কৃষকরা যেন তাদের ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থাও করা হবে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির আলোচনা নস্যাৎ করছেন নেতানিয়াহু, অভিযোগ হামাসের
যুদ্ধবিরতির আলোচনা নস্যাৎ করছেন নেতানিয়াহু, অভিযোগ হামাসের
বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে