X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ম্যাজিস্ট্রেট সরলেই কেজিতে মুরগির দাম ৩০ টাকা বেশি!

রাজশাহী প্রতিনিধি
১৪ মে ২০১৯, ০৯:৪৭আপডেট : ১৪ মে ২০১৯, ০৯:৪৭

ম্যাজিস্ট্রেট সরলেই কেজিতে মুরগির দাম ৩০ টাকা বেশি! রাজশাহীতে এখন দেশি মুরগির দাম প্রতি কেজি ৪২০ টাকা নির্ধারিত আছে। দোকানে এর মূল্য তালিকাও টাঙানো আছে। কিন্তু নগরীর সাহেববাজার এলাকার ব্যবসায়ী আসাদুল ইসলাম মূল্য তালিকা উল্টিয়ে রেখে মুরগি বিক্রি করছিলেন ৪৫০ টাকায়। তাই জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাকে দুই হাজার টাকা জরিমানা করেন। এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মো. ছড়া ও সুকান্ত সাহা বাজারের অন্য দোকানগুলোতে গেলে আসাদুল আবার ৪৫০ টাকা দরে মুরগি বিক্রি শুরু করেন। উল্টিয়ে রাখেন মূল্য তালিকাও। বিষয়টি নজরে এলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে আবারও সাত হাজার টাকা জরিমানা করেন। সোমবার (১৩ মে) দুপুরে জেলা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিটির বাজার মনিটরিংয়ের সময় এ ঘটনা ঘটে।

দ্বিতীয় দফায় জরিমানার সময় ম্যাজিস্ট্রেট রাফে মো. ছড়া মুরগি বিক্রেতা আসাদুলের কাছে জানতে চান, মূল্য তালিকা উল্টানো কেন। আসাদুল বলেন, বাতাসে উল্টে গেছে। তখনই একজন ক্রেতা এসে ম্যাজিস্ট্রেটকে জানান, এই মাত্রই তার কাছে ৪৫০ টাকা দরে মুরগি বিক্রি করা হয়েছে। তখন ম্যাজিস্ট্রেট আসাদুলকে দ্বিতীয়বারের মতো জরিমানা করেন। এ সময় ওই মুরগি ক্রেতার কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরতও দিতে হয় বিক্রেতা আসাদুল ইসলামকে।

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিতই বাজার মনিটরিং করছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে মনিটরিংয়ে অংশ নেন জেলা প্রশাসক এসএম আবদুল কাদেরও। পরে তিনি দুই ম্যাজিস্ট্রেটকে রেখে চলে যান। দুই ম্যাজিস্ট্রেটের এই ভ্রাম্যমাণ আদালত দিনে মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

এর মধ্যে রাজশাহী নগরীর সাহেব বাজারের ‘শিবগঞ্জ সুইটস’ নামে একটি মিষ্টির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকানটির দইয়ের পাত্রে প্রস্তুত ও মেয়াদোর্ত্তীণের তারিখ লেখা ছিল না। এছাড়া উন্মুক্ত পরিবেশে জিলাপি তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে অন্যান্য খাবার সংরক্ষণ করেছিল শিবগঞ্জ সুইটস। ম্যাজিস্ট্রেট সরলেই কেজিতে মুরগির দাম ৩০ টাকা বেশি!

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা বলেন, ‘রমজান এলেই অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেন। তাছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি করা হয়। এসব যেন না হয় তার জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পুরো রমজানজুড়েই এ অভিযান অব্যাহত থাকবে।’

এদিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহীর নেতৃত্বে সোমবার তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ নগরীর লক্ষ্মীপুর বাজার ও সাহেব বাজার এলাকায় মোবাইল কোর্ট ও বাজার মনিটরিংয়ের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাছ, মাংস, শাকসবজি ও চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মূল্য তালিকা যাচাই করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য পরিবেশন করায় জরিমানা আদায় করা হয়েছে।

এরমধ্যে নবরূপ মিষ্টান্ন ভাণ্ডারকে দুই হাজার টাকা, সাহেব বাজার কাঁচা বাজারের জসীমের মুরগির দোকানকে পাঁচ হাজার টাকা, সবুরের মাছের দোকানকে দুই হাজার ৫০০ টাকা এবং ইলিয়াসের মুরগির দোকানকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি