X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে: কাজী নাবিল

যশোর প্রতিনিধি
২৩ মে ২০১৯, ২০:৪৭আপডেট : ২৩ মে ২০১৯, ২১:৩৭

বক্তব্য রাখছেন কাজী নাবিল (ছবি– প্রতিনিধি)

দেশের সব মানুষ একযোগে কাজ করলে ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ। তিনি আরও বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই কাঙ্ক্ষিত উন্নয়নের দিকেই দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছি।’

বৃহস্পতিবার (২৩ মে) যশোর পৌর কমিউনিটি সেন্টারে এক ইফতার ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যশোরের রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে এমপি কাজী নাবিল আহমেদ এই ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।

কাজী নাবিল আহমেদ বলেন, ‘সারাদেশের মানুষের আস্থা ও ভালোবাসায় জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করেছেন। তার দক্ষ নেতৃত্বে দেশের মানুষের সেবায় মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। যশোরও এই উন্নয়ন কর্মকাণ্ডের বাইরে নয়। আপনারা সঙ্গে থাকলে আগামী পাঁচ বছরও আমরা দেশের উন্নয়নের ধারা সহজে অব্যাহত রাখতে পারবো।’

যশোরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার একক নেতৃত্বে আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ করছি, যা সম্পন্ন হওয়ার পথে। এই প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকা ও চট্টগ্রামের পর খুলনাঞ্চল হবে দেশের অন্যতম বৃহৎ অর্থনৈতিক অঞ্চল; যেখানে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।’

এমপি বলেন, ‘গত পাঁচ বছরে যশোর সদরে আমরা ১২শ’ কোটি টাকার বেশি উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করেছি। দশম জাতীয় সংসদে যশোরের উন্নয়নের দাবিতে আমি যেভাবে কথা বলেছি; আগামীতেও যশোরবাসীর দাবির কথা সংসদে তুলে ধরতে চাই।’

ঐক্যের কোনও বিকল্প নেই জানিয়ে কাজী নাবিল বলেন, ‘মানবতার মা শেখ হাসিনা ১০ লাখ রোহিঙ্গার আবাসন, চিকিৎসা, খাবারের ব্যবস্থা করে বিশ্বে অনন্য নজির স্থাপন করেছেন। তিনি প্রমাণ করেছেন, এমন নজির কেবল জাতির জনকের সন্তানই গড়তে পারেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রমে একাদশ জাতীয় সংসদের মেয়াদেই আমরা গোটা বাংলাদেশকে একটি শান্তি ও স্বস্তির দেশ হিসেবে বিশ্বদরবারে উপস্থাপন করতে পারবো।’

ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ (ছবি– প্রতিনিধি)

অনুষ্ঠানে পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির, যশোরের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা শিল্পকলা একাডেমির সেক্রেটারি অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন অর রশিদসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ