X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

জামালপুরে বিপদসীমার ১৬৬ সে.মি. ওপরে যমুনার পানি

জামালপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, ১৯:৫২আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২০:৫৫





পানিতে তলিয়ে গেছে ঘরের অর্ধাংশ জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১৬৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টায় এ তথ্য জানান জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী নব কুমার চৌধুরী। পানি বাড়া অব্যাহত থাকায় জেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যার্তরা বিপাকে পড়েছেন গবাদি পশুর খাবার নিয়ে। তাদের অভিযোগ, অনেকেই এখনও কোনও ত্রাণ পাননি। যে ত্রাণ আসছে তা চাহিদার তুলনায় অনেক কম বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। তবে ত্রাণ বরাদ্দের পরিমাণ বাড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন।



স্থানীয়রা জানান, বুধবার (১৮ জুলাই) মাদারগঞ্জ উপজেলার চরগাবের গ্রাম নাদাগাড়িতে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় ১৫টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথ ও জামালপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু রেলপথে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। উপজেলা সদরের সঙ্গে ইউনিয়নের এবং আন্তঃইউনিয়নের সব সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে মানুষ। এ পর্যন্ত বন্যার পানিতে ডুবে এ জেলায় চার শিশুর মৃত্যু হয়েছে।
ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, সরকারিভাবে যে পরিমাণ ত্রাণসামগ্রী দেওয়া হচ্ছে, তা ২৫ ভাগ মানুষের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে। ৭৫ ভাগই বঞ্চিত হচ্ছে। তাই তিনি ত্রাণের পরিমাণ বাড়ানোর দাবি জানান।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নায়েব আলী বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় এখনও পর্যন্ত আটশ ৫০ মেট্রিক টন চাল ও নগদ ১৪ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।’
ত্রাণে বরাদ্দের পরিমাণ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আহমেদ কবির।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!