X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

প্রতিদিন ফলমূল ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ২৩:২১আপডেট : ২০ জুলাই ২০১৯, ২৩:৩৫

ফল ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী (ছবি– প্রতিনিধি)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘কোনও অসুস্থ জাতি দেশকে এগিয়ে নিতে পারে না। কেবল সুস্থ জাতিই পারে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে। একজন মানুষ তার দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া বেঁচে থাকতে পারে, কিন্তু ফলমূল ও খাদ্য ছাড়া বেঁচে থাকা যায় না। প্রতিদিন পরিমিত হারে ফলমূল ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে।’

শনিবার (২০ জুলাই) বিকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে (বিজয় মেলার মাঠ) ১০ দিনের ফল ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক স্বপন বলেন, ‘আমাদের দেশে প্রায় ৪০ ভাগ মানুষ খাটো হয়। কারণ আমাদের ছেলে-মেয়েদের আমরা পরিমিত হারে ফলমূল খাওয়াই না। ফলে তাদের শরীরে বিভিন্ন পুষ্টির ঘাটতি থেকে যায়।’

তিনি আরও বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি গাছ কী পরিমাণ অবদান রাখে, আমরা হয়তো অনেকেই জানি না। মানুষ বেঁচে থাকে অক্সিজেন গ্রহণ করে। এই অক্সিজেন দেয় গাছ। এ ছাড়া, গাছের নানা প্রয়োজনীয়তা রয়েছে। এজন্য আমাদের সবার দায়িত্ব হলো অন্তত একটি করে বনজ, ভেজষ ও ফলমূলের গাছ রোপন করা। তাহলে পরিবেশের ভারসাম্য থাকবে এবং প্রাকৃতিক দূর্যোগ কম হবে।’

মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সভাপতিত্বে পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হাবিবুর রহমান চৌধুরী, সিভিল সার্জন আনোয়ারুল আমিন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বাবুল মিয়া, পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, হরিরামপুর উপজেলার চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!