X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঈদ আনন্দ রূপ নিলো বিষাদে !

শরীয়তপুর প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৯, ০৩:১৫আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ০৩:১৯

শরীয়তপুর ঈদ আনন্দ রুপ নিলো বিষাদে! গ্রামজুড়ে নেমে এলো শোকের ছায়া। হারিয়ে গেলো দুটি প্রাণ! মঙ্গলবার (১৩ আগস্ট) শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া মুন্সিকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা হলো- আব্দুল হক বেপারির ছেলে মোহাম্মদ শরীফ (১৭) ও মেয়ে মাহফুজা আক্তার (১৪)।

নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল মুন্সি বলেন, ‘পদ্মায় ডুবে ভাই-বোনের মৃত্যর ঘটনাটি কেউ মেনে নিতে পারছে না। গ্রামের মানুষের ঈদ আনন্দ এখন বিষাদে রূপ নিয়েছে।’

শরিফ ও মাহফুজার নানা আব্দুল হাই দেওয়ান বলেন, ‘ঈদ উপলক্ষে ছেলে-মেয়ে ও নাতি-নাতনিরা বাড়িতে এসেছে। বাড়িজুড়ে আনন্দ উৎসব। দুপুরে রান্না হচ্ছিল। ওরা নদী থেকে ফিরলেই একসঙ্গে বসে সবার খাবার খাওয়ার কথা ছিল। কিন্তু, ওদের হারিয়ে যাওয়ার খবরটি কেউ মানতে পারছি না।’

শরিফ ও মাহফুজার খালাত বোন রিয়া বলেন, ‘শরিফ ভাই ও মাহফুজা সাঁতার কাটছিল। আমার চোখের সামনেই তারা পানিতে তলিয়ে যায়।’

শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, ‘নওপাড়া চতুর্দিকে পদ্মা নদী দিয়ে বেষ্টিত। অনেক দুর্গম চর। দুই শিক্ষার্থী পদ্মায় ডুবে গেছে এমন খবর পেয়ে ডুবরি খবর দেওয়া হয়। ডুবরিরা ঘটনাস্থলে পৌঁছে ওই দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, শরীফ ও মাহফুজা ঢাকায় লেখাপড়া করে। শরীফ একাদশ ও মাহফুজা নবম শ্রেণিতে। বাবা-মায়ের সঙ্গে তারা দুজন নানা বাড়িতে ঈদ করতে এসেছিল। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে শরিফ ও মাহফুজা তাদের মামাতো ও খালাতো ভাই-বোনদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে যায়। দুপুর আড়াইটার দিকে সাঁতার কাটতে গিয়ে দুই ভাই-বোন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা নদীতে তাদের খোঁজাখুঁজি করেন। পরে নারায়ণগঞ্জ থেকে ডুবুরি এসে তাদের সন্ধান শুরু করে। রাত সাড়ে ৮টার দিকে মুন্সিকান্দি গ্রামের পদ্মা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ