X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

এদেশ থেকে বঙ্গবন্ধুর রক্ত মুছে ফেলতে চেয়েছিল ঘাতকেরা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৯, ২২:০৫আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২২:২০

বক্তব্য রাখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ছবি– প্রতিনিধি)

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘ঘাতকরা বঙ্গবন্ধুর রক্ত চিরতরে বাংলাদেশ থেকে মুছে ফেলতে চেয়েছিল। তাই তারা ১৯৭৫ সালে তাকে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধুর খুনিদের খুঁজে বের করে তাদের বিচারের রায় বাংলার মাটিতে কার্যকর করা হবে। বঙ্গবন্ধুকে হত্যা করেই তারা থেমে থাকেনি; ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যা করতে চেয়েছিল। এভাবে ২০ বারের বেশি সময় শেখ হাসিনাকে আক্রমণ করা হয়েছে।’

শনিবার (২৪ আগস্ট) বিকালে রাজশাহী নগরীর শহীদ কামারুজ্জামান মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রধান বক্তা ছিলেন।

শাহরিয়ার আলম বলেন, ‘ষড়যন্ত্রকারীদের ভাবা উচিত, সব প্রদীপ নিভে গেলেও শেখ হাসিনার প্রদীপ কখনও নিভে যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করে আগামী প্রজন্মের জন্য বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবেন তিনি।’

শিশু-কিশোরদের উদ্দেশে তিনি বলেন, ‘কেবল শেখ মুজিবকে চিনলেই হবে না; তার আদর্শকেও ধারণ করতে হবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে সংগঠিত করে অসাম্প্রদায়িক দেশ গড়তে চেয়েছিলেন জানিয়ে শাহরিয়ার আলম আরও বলেন, ‘পাকিস্তানের অত্যাচার-নির্যাতন সহ্য করে বাঙালি জাতিকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে ১৯৭১ সালে সংগ্রাম করে বাংলাদেশকে স্বাধীন করেন বঙ্গবন্ধু। যিনি এদেশের জন্য এত সংগ্রাম করেছিলেন, তিনি কখনও ভাবেননি, এদেশের ঘাতকরা তাঁকে হত্যা করবে।’

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা প্রফেসর ড. আব্দুল খালেক ও বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অর্থবছর শেষে খাদ্য মজুত বেড়েছে
অর্থবছর শেষে খাদ্য মজুত বেড়েছে
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল