X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

শহীদ মিনারের বেদিতে মোটরসাইকেল চালালেন ছাত্রলীগ নেতা!

রাবি প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের বেদিতে মোটরসাইকেল চালাচ্ছেন ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানি রবি

শহীদ মিনার বেদিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতার মোটরসাইকেল চালানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ক্যাম্পাসে সমালোচনার ঝড় বইছে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানি রবি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক এবং রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী বলে পরিচিত।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ মিনার প্রাঙ্গণে আড্ডা দিচ্ছিলেন ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানি রবি, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক সাদ্দাম হোসেন সজীব, ধর্ম বিষয়ক সম্পাদক আশিক আজাদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও রাবি ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি রবিউল সরকার রুবেল ও ছাত্রলীগকর্মী ফয়সালসহ ছাত্রলীগের কয়েকজন নেতা। আড্ডার একপর্যায়ে তাদের মধ্যে থেকে গোলাম রাব্বানি রবি জুতা পরিহিত অবস্থায় মোটরসাইকেল চালিয়ে শহীদ মিনারের বেদিতে উঠে পড়েন।

এ বিষয়ে সাদ্দাম হোসেন সজীব বলেন, ‘আমরা শহীদ মিনারের সামনে আড্ডা দিচ্ছিলাম। আড্ডার একপর্যায়ে রবি বাইক স্টার্ট দেয়। আমরা ভেবেছিলাম সে চলে যাচ্ছে। কিন্তু হঠাৎ করেই সে বাইক নিয়ে শহীদ মিনারের বেদিতে উঠে পড়ে। তার এই কর্মকাণ্ডে আমরা অবাক হই। সে নেমে আসার পর এই কাজের জন্য তাকে আমরা বকাঝকা করি।’

এ বিষয়ে মন্তব্য জানতে গোলাম রাব্বানি রবির মুঠোফোনে একাধিকবার ফোন করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানি রবি

বিষয়টি ভাষা শহীদদের জন্য অত্যন্ত অপমানজনক উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমিনুল ইসলাম কনক। তিনি বলেন, ‘বিষয়টি অত্যন্ত লজ্জাজনক। এটা আমাদের ভাষা শহীদদের জন্য চরম অপমানের বিষয়ও বটে। ক্ষমতাশীল একটি ছাত্র সংগঠনের নেতা যিনি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ ও লালন করেন তার কাছ থেকে এরকম কর্মকাণ্ড প্রত্যাশিত নয়। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সংগঠনটির কেন্দ্রীয় পর্যায় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি।’

বিশ্ববিদ্যালয়ের আরেক প্রগতিশীল শিক্ষক নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক রহমান রাজু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শহীদ মিনার বাঙালি জাতির আবেগের জায়গা। এর বেদিতে বাইক চালানো অনাকাঙ্ক্ষিত। আগামীতে যাতে এ ধরনের কর্মকাণ্ড না ঘটে সে বিষয়ে দৃষ্টি রাখতে হবে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত এর রক্ষণাবেক্ষণে আরও সতর্ক হওয়া।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি কিছুক্ষণ আগে শুনেছি। শহীদ মিনারের মতো পবিত্র জায়গায় এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে সে অবশ্যই ভুল করেছে। আমি সভাপতির সঙ্গে কথা বলে ওর (রবি) বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’


/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন