X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

হবিগঞ্জে সাংবাদিক হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন

হবিগঞ্জ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৯

হবিগঞ্জে সাংবাদিক হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন হবিগঞ্জের নবীগঞ্জে সাংবাদিক জুনাইদ আহমদ হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজের বিচারক এসএম নাছিম রেজা এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের ফরিদ মিয়া, একই গ্রামের বাদশা মিয়া ও রাহুল মিয়া।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১০ জুলাই স্থানীয় পত্রিকা দৈনিক বিবিয়ানার সাংবাদিক জুনাইদ আহমদ বাড়ি থেকে বের হয়ে জেলা সদর হবিগঞ্জে যান। ওইদিন রাতেই দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশের আলামত নষ্ট করার জন্য শায়েস্তাগঞ্জ রেল লাইনে ফেলে রাখে। পরদিন ১১ জুলাই সকালে জুনাইদের লাশ প্রায় ২০ টুকরা অবস্থায় উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
ঘটনার শুরুতেই জুনাইদের পরিবার এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছিল। একপর্যায়ে ১২ জুলাই জুনাইদের ভাই মোজাহিদ আহমদ বাদী হয়ে হবিগঞ্জের আদালতে একই গ্রামের ফরিদ উদ্দিনকে প্রধান আসামি করে চার জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করলে আদালত মামলাটি এফআইআর গণ্যে রুজু করার জন্য জিআরপি থানা পুলিশকে নির্দেশ দেন।
পুলিশ তদন্ত করে চার জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করলে আদালত ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেন। এর মধ্যে প্রধান আসামি ফরিদ পলাতক রয়েছেন। অপর আসামি আব্দুল হামিদ গণপিটুনিতে নিহত এবং বাদশা ও রাহুল হাজতে রয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান বলেন, আসামিরা সংবাদ প্রকাশের জের ধরে নৃশংসভাবে হত্যা করে জুনাইদের লাশ আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু পুলিশের দক্ষতার কারণে তা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, রায়ে আমারা সন্তোষ প্রকাশ করছি পাশাপাশি বিদেশে থাকা পলাতক প্রধান আসামি ফরিদ মিয়াকে দেশে আনার দাবি জানিয়েছি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন