X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

দেড় কোটি টাকার স্কুল কাম সাইক্লোন শেল্টার নদীগর্ভে বিলীন

বরিশাল প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৯, ১১:২৬আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১২:০০

স্কুল কাম সাইক্লোন শেল্টার নদীগর্ভে

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ার আশোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ভবনটি রক্ষার জন্য এলাকার মানুষ নানা রকমের চেষ্টা করে ব্যর্থ হয়েছে।

৩ মাস আগে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম এমপি ও স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম নদী ভাঙন পরিদর্শনের সময় ভাঙনরোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ২ মাস আগে ২৭ লাখ টাকা ব্যয়ে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হলেও তা কোনও কাজেই আসেনি।

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, সিডরের পর ভাঙনকবলিত আশোয়ার গ্রামের মানুষের আশ্রয়ে ২০০৮-২০০৯ অর্থবছরে ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার ভবনটি নির্মাণ করা হয়। গত কয়েক বছর ধরে সন্ধ্যা নদীর করাল গ্রাসে পড়ে হানুয়া ও আশোয়ার গ্রামের প্রায় ২শ’ পরিবার নিঃস্ব হয়েছে। ২ বছর ধরে অব্যাহত ভাঙনের কবলে পড়ে বিদ্যালয়টি। কয়েকদিন ধরে এলাকাবাসী ও শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়টি রক্ষার জন্য মানববন্ধন কর্মসূচিও পালন করেছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোসলেম আলি হাওলাদার জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে সবার সামনে বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকার মানুষ বিদ্যালয়ের ভেতরের মালামাল জীবনের ঝুঁকি নিয়ে আংশিক উদ্ধার করলেও ভবনটি নদীগর্ভে চলে গেছে।

তিনি আরও বলেন, ‘পূজার বন্ধ থাকায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে শিশু শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক ও অভিভাবকরা।’

তিনি আরও জানান, ‘ভাঙনকবলিত হওয়ার পর বিভিন্ন মাধ্যমে ভাঙন প্রতিরোধে জনপ্রতিনিধিদের কাছে আবেদন করা হলেও যেটুকু সাহায্য পাওয়া গেছে তা দিয়ে কোনও কাজ হয়নি। ভাঙন শুরু হওয়ার পরই প্রতিরোধের ব্যবস্থা করা হলে আমাদের স্কুলটি নদীগর্ভে বিলীন হতো না। এখন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গে একটি  আশ্রয়স্থলও হারালো গ্রামবাসী।’

প্রত্যক্ষদর্শী গৃহবধূ রাবেয়া বেগম জানান, গত কয়েক বছর ধরে নদী ভাঙন আমাদের বাড়িঘর গ্রাস করে নিলেও আমরা প্রায়ই সাইক্লোন শেল্টারটিতে আশ্রয় নিয়েছি। সর্বশেষ আশ্রয়কেন্দ্রটিও নদী ভাঙনে বিলীন হওয়ায় আমরা এখন নিঃস্ব। ভবিষ্যতে ঝড়, বন্যায় কোথায় আশ্রয় নেবো তা ভেবে পাচ্ছি না। মনে হয় আজ থেকে আশ্রয়হীন হয়ে পড়েছি।

স্থানীয় নাজিম খলিফা, আবুল হোসেন ফকির, জহির হাওলাদার বলেন, ‘বিদ্যালয়টি রক্ষার জন্য সরকারিভাবে সর্বশেষ জিও ব্যাগ ফেলে কোনও কাজ হয়নি। কারণ ব্যাগগুলো দায়সারাভাবে ফালানোর কারণে দ্রুত বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।’

উপজেলা শিক্ষা অফিসার তাসলিমা বেগম জানান, বিষয়টি শুনেছি। বিদ্যালয়টি স্থানান্তর করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন