X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পাঁচ বছরেও চালু হয়নি জামালপুর সদর হাসপাতালের আইসিসিইউ

জামালপুর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৯, ১২:৪৬আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১৩:৪৫

জামালপুর হাসপাতালে নির্মিত আইসিসিইউ

জামালপুরে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ইন্টেনসিভ করনারি কেয়ার ইউনিটটি (আইসিসিইউ) স্থাপনের ৫ বছর পেরিয়ে গেলো। কিন্তু এখনো চালু হয়নি। প্রয়োজনীয় জনবল আর কিছু যন্ত্রের অভাবে ইউনিটটি চালু করতে পারছে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ কারণে সঠিক সময়ে চিকিৎসার অভাবে হৃদরোগীদের মৃত্যু হচ্ছে। অন্যদিকে ব্যবহার না করায় মূল্যবান যন্ত্রপাতিগুলো নষ্ট হচ্ছে। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সমস্যার সমাধান হলে দ্রুত আইসিসিইউ’র কার্যক্রম শুরু করা সম্ভব।

জানা যায়, জামালপুর জেলার ২৬ লাখ মানুষসহ পাশের কুড়িগ্রাম, গাইবান্দা, টাঙ্গাইল ও শেরপুরের কয়েকটি উপজেলায় হৃদরোগ আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য জামালপুর হাসপাতালে ইন্টেনসিভ করনারি কেয়ার ইউনিটটি (আইসিসিইউ) চালু করা হয়েছে। ২০১৫ সালের ৩১ জানুয়ারি ৪ শয্যা বিশিষ্ট এই আইসিসি ইউনিটটি বানানো হয়। কিন্তু দীর্ঘদিনেও তার কার্যত্রম শুরু করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। আইসিসিইউ না থাকায় চিকিৎসকরাও বিপাকে পড়েন। মুমূর্ষু রোগীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল বা ঢাকায় রেফর্ড করতে বাধ্য হন। এসব রোগীদের অনেক সময় রাস্তায়ই মৃত্যু হয়। 

সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মুজাহিদ বিল্লাহ ফারুকী বলেন, ‘কারো হার্ট অ্যাটাক হলে তাকে দ্রুত ময়মনসিংহ বা ঢাকায় নিয়ে যেতে হয়। এখানে যদি আইসিসিইউটা চালু থাকতো তাহলে জামালপুরবাসী দ্রুত সেবা পেতো। এতে মৃত্যু ঝুঁকি অনেকটা কমে যেতো।’

মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন,‘দীর্ঘ সময় পার হলেও হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য বিভাগের অবহেলার কারণে এটা চালু হচ্ছে না। এ কারণে এই এলাকার দরিদ্র হৃদরোগীরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে।’

অ্যাডভোকেট ইফসুফ আলী বলেন,‘যখনই কারোও, হার্টের কোনো প্রবলেম হয় তাকে ময়মনসিংহ বা ঢাকায় পাঠানো হয়। এ জেলার হৃদরোগ আক্রান্ত রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

জামালপুর ২৫০ শয্যার সদর হাসপাতালের সহাকারী পরিচালক প্রফুল্য কুমার সাহা বলেন, ‘জনবল ও কিছু যন্ত্রপাতি সংকটের কারণে আইসিসিইউ চালু করা সম্ভব হচ্ছে না। জনবল ও যন্ত্রপাতির সংকট মিটলেই আমরা আইসিসি ইউনিটটি চালু করবো।

জামালপুরের সিভিল সার্জন ডা. গৌতম রায় বলেন, ‘আমি বদলী হয়ে এসেছি প্রায় দুই বৎসর। আসার পর থেকেই দেখছি কিছু যন্ত্রপাতি আর জনবল সংকটের কারণে আইসিসিইউটি চালু করা যাচ্ছে না। কারণ চালু করলে আবার বন্ধ করা সম্ভব না। এই সমস্যাগুলো মিটলেই আইসিসিইউ চালু করা হবে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!