X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এক ব্যক্তিকে অপহরণের ৩দিন পর গাজীপুর থেকে উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৯, ১০:৫২আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১১:০৩

গাজীপুর থেকে উদ্ধার অপহৃত জয়নাল আবেদীন

অপহরণের ৩ দিন পর শনিবার অপহৃত ব্যক্তিকে গাজীপুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। সংস্থাটির পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধলা এলাকার মৃত কসিম উদ্দিনের ছেলে রাজমিস্ত্রী মো. জয়নাল আবেদীন (৪৫) বুধবার ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। সকাল ১০টার দিকে তিনি রাজধানীর কমলাপুর রেলস্টেশনে পৌঁছালে ৪/৫ জন অপহরণকারী তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। জয়নাল বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তার সন্ধান না পেয়ে স্বজনরা কমলাপুর রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার রাতে অপহরণকারীরা জয়নালের পরিবারের কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীরা জয়নালকে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে তার পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৬ হাজার টাকা নেয়। এ ঘটনায় অপহৃত জয়নালের স্বজনরা গাজীপুরের পোড়াবাড়ি র‌্যাব-১ এর ক্যাম্পে অভিযোগ করেন। পরে র‌্যাব সদস্যরা অভিযান শুরু করে।

র‌্যাব কর্মকর্তারা আরও জানান, অপহরণকারীরা শনিবার গাজীপুরের সালনা এলাকায় মুক্তিপণের টাকা নেওয়ার জন্য অবস্থান করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার লেফটেনান্ট আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে র‌্যাব-১ এর সদস্যরা সেখানে অভিযান চালায়। র‌্যাব’র উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের গাড়ির পিছু নেয়। এক পর্যায়ে অপহরণকারীরা অপহৃত জয়নালকে সালনা বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। এসময় সেখান থেকে অপহৃত জয়নালকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে র‌্যাব-১’র সদস্যরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

 

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!