X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘বনের এক ইঞ্চি জায়গাও বেদখল রাখা হবে না’

নওগাঁ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৯, ১৬:৩৭আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১৭:৪৭

চেক বিতরণ করছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বন বিভাগের সব জমি দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, ‘বনের এক ইঞ্চি জায়গাও বেদখল রাখা হবে না।’ শনিবার (২৩ নভেম্বর) দুপুরে নওগাঁর ধামইরহাট উপজেলার অডিটোরিয়ামে ধামইরহাট বিটের সামাজিক বনায়ণের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  এ অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী সামাজিক বন বিভাগ।

এ সময় বনভূমির গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে অতিরিক্ত জনসংখ্যার কারণে বন রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। বন আমাদের অনেক উপকার করলেও আমরা বনকে রক্ষা করতে পারছি না। বৃক্ষ শুধু ফল দেয় না, জীবনও রক্ষা করে। সুন্দরবন থাকায় বুলবুলের কবল থেকে হাজার হাজার প্রাণ রক্ষা পেয়েছে। গাছ বিপদের বন্ধু। গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘দেশ রক্ষায় ২৫ ভাগ বনভূমি থাকার কথা থাকলেও আমাদের তার চেয়ে কম রয়েছে। এজন্য আগে জায়গা দখলমুক্ত করতে হবে। ২০২১ সালে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে দেশে এক কোটি গাছ রোপণ করা হবে। পরিবেশ রক্ষায় সবুজ প্রকৃতি গড়তে সব রকমের পদক্ষেপ গ্রহণ করা হবে।’

অবৈধভাবে যেখানে-সেখানে গড়ে ওঠা ইটভাটা বন্ধ করতে প্রশাসনকে নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন, ‘কৃষিজমিতে ইটভাটা বন্ধে আইন রয়েছে। দুই বা তিন ফসলি জমিতে কোনও অবস্থাতেই ইটভাটা করা যাবে না। পরিবেশ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হবে। আগামী ২০২৫ সালের মধ্যে শতভাগ ব্লক ইটের ব্যবহার করা হবে। ফসলি জমিতে ইটভাটা বন্ধ ও মাটির ব্যবহার কমাতে এ ব্যবস্থা চালু করা হবে।’

সামাজিক বনায়ণের উপকারভোগীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘যারা বনায়ণ করে চেক পেয়েছেন তারা কখনও চিন্তাই করেননি একদিন শ্রমের মূল্য পাবেন। আজ তাদের দেখে এলাকাবাসী উদ্বুদ্ধ হবেন। যেখানে পতিত জায়গা আছে সেখানে তারাও গাছ লাগাবেন এবং উপকৃত হবেন।’

অনুষ্ঠানে সামাজিক বনায়ণের ১৫৬ জন উপকারভোগীর মাঝে দুই কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ সময় সর্বোচ্চ লভ্যাংশের ১৩ লাখ সাত হাজার ৯৭০ টাকার চেক পান উপজেলার ধুরইল গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে এরশাদ আলী। সকালে উপজেলার আলতাদীঘি শালবন পরিদর্শক করে একটি ‘মহুয়া’ প্রজাতির বৃক্ষ রোপণ করেন মন্ত্রী।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!