X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কোটালীপাড়া মুক্ত দিবস আজ

গোপালগঞ্জ প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৯, ১৭:১০আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৭:২৯

গেমায়েত বাহিনী মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক গোপালগঞ্জের কোটালীপাড়া হানাদার মুক্ত হয়েছিল আজকের দিনে। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর কাকডাঙ্গা রাজাকার ক্যাম্পটি মুক্তিযোদ্ধারা দখলে নেওয়ার মধ্য দিয়ে উপজেলাটি পুরোপুরি হানাদারমুক্ত হয়। এ দিনে ক্যাম্পের রাজাকারেরা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছিল। মুক্তির স্বাদে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল উপজেলাবাসীর মধ্যে।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার টুপরিয়া গ্রামে অবস্থিত হেমায়েত বাহিনী স্মৃতি যাদুঘরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে হেমায়েত বাহিনী। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা অংশ নেন।

জানা গেছে, মুক্তিযুদ্ধ চলার সময় এ অঞ্চলে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা ছিল শক্ত অবস্থানে। যুদ্ধ শুরু হলে কোটালীপাড়ার সন্তান হেমায়েত উদ্দিন পাকিস্তান সেনাবাহিনী থেকে পলিয়ে দেশে আসেন। গড়ে তোলেন নিজস্ব বাহিনী। কোটালীপাড়ায় তিনি একটি ট্রেনিং ক্যাম্পও স্থাপন করেন। যেখানে পুরুষের পাশাপাশি নারীদেরও ট্রেনিং দেওয়া হতো। মুক্তিযুদ্ধ চলাকালীন বেশ কয়েকটি সম্মুখযুদ্ধে অবতীর্ণ হয় হেমায়েত বাহিনী। উল্লেখযোগ্য যুদ্ধ হয় হরিনাহাটি, মাটিভাঙ্গা, বাশবাড়িয়া,ঝনঝনিয়া, রামশীল, জহরের কান্দি ও কোটালীপাড়া সদরে। এ ছাড়াও ছোট যুদ্ধ হয়েছে বেশ কয়েকটি স্থানে। এসব যুদ্ধের নেতৃত্ব দেন হেমায়েত বাহিনীর প্রধান হেমায়েত উদ্দিন বীর বিক্রম।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুজিবুল হক বলেন,‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শুধু যৌথ বাহিনীই অংশ নেয়নি। কয়েকটি অঞ্চলিক বাহিনীও যুদ্ধে অংশ নিয়েছিল। ফরিদপুর ও বরিশাল অঞ্চলে গঠিত হয়েছিল হেমায়েত বাহিনী। আমরা এই বাহিনীর অধিনে যুদ্ধ করেছি।’

কোটালীপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শামসুল হক বলেন, ‘৭২টি গ্রুপের সমন্বয়ে গঠিত এই হেমায়েত বাহিনী যুদ্ধ করেছিল রণাঙ্গনে। এই বাহিনীর সদস্য সংখ্যা ছিল প্রায় ৭ হাজার। এর মধ্য থেকে হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে ১৮ জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং ২৪ জন আহত হন।’ শহীদ মুক্তিযোদ্ধারা হলেন—কোটালীপাড়া উপজেলার গোলাম আলী, বেলায়েত, আবুতালেব, আবুল খায়ের, মোক্তার হোসেন, রতন কুমার, মোয়াজ্জেম হোসেন, টুঙ্গীপাড়া উপজেলার বেলায়েত হোসেন, মুকসুদপুর উপজেলার আবুল বাশার, বরিশালের গৌরনদী উপজেলার ছাত্তার মৃধা, সেকেন্দার, নুরু বেপারী, পরিমল শীল, আগৈলঝাড়া উপজেলার তৈয়েব আলী, নলছিটি উপজেলার ওসমান, মাদারীপুরের কালকিনি উপজেলার মকবুল হোসেন, আ. ছাত্তার ও ঢাকার ইব্রাহিম।

 

 

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ