X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নিখোঁজের একবছর পর ব্যবসায়ীর কঙ্কাল উদ্ধার

বরিশাল প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৯, ১৫:১০আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৫:২৮

উদ্ধার করা কঙ্কাল ২০১৮ সালের ৭ ডিসেম্বর নিখোঁজ হয়েছিলেন সবজি ব্যবসায়ী কাওসার হোসেন (৩৫)। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পুলিশ ও স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনও হদিস পাননি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঘটনার প্রায় একবছর পর বরিশালের উজিরপুর উপজেলার ভবানীপুর গ্রামে একটি ডোবা থেকে কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, কঙ্কালটি কাওসারের।

কাওসার উপজেলার ওটরা গ্রামের হালিম হাওলাদারের ছেলে এবং তিনি ভবানীপুর বাজারে সবজি বিক্রি করতেন।

ডোবা থেকে কাওসারের ব্যবহৃত জ্যাকেট, মানিব্যাগ, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। উজিরপুর থানার ওসির ধারণা, হত্যার পর লাশ ডোবার পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল।

উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান জানান, ২০১৮ সালের ৭ ডিসেম্বর কাওসার নিখোঁজ হন। ওই সময় থানায় একটি জিডিও করা হয়েছিল। পুলিশ ও স্বজনরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে। তবে সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার এক নারী কাঠ সংগ্রহ করতে গিয়ে ডোবার পাশে জ্যাকেট দেখতে পান। জ্যাকেটটি ধরতেই তাতে মোড়ানো কঙ্কাল দেখতে পান। এরপর স্থানীয় লোকজনকে খবর দিলে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কাল, জ্যাকেট, জাতীয় পরিচয়পত্র, মানিব্যাগ ও মোবাইল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামাল দেখে পরিবারের লোকজন প্রাথমিকভাবে কাওসারের লাশ বলে শনাক্ত করে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে হত্যার পর মরদেহ গুম করতে ডোবায় ভারী কিছু দিয়ে বেঁধে ডুবিয়ে দেওয়া হয়। ডোবার পানি শুকিয়ে যাওয়ায় মরদেহটি বেরিয়ে আসে। মরদেহের ডিএনএ টেস্টের জন্য কঙ্কাল বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাওসারের স্বজনদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!