X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জাপা’র এমপিকে হত্যাচেষ্টার অভিযোগে আ. লীগের ২২ নেতাকর্মীর নামে মামলা

পিরোজপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৯, ২২:৪২আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২৩:২০

মামলা পিরোজপুর-৩ (মঠবাড়িয়ার) আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীকে হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ২২ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গভীর রাতে রুস্তম আলী ফরাজীর উন্নয়ন প্রতিনিধি আলী রেজা রঞ্জু বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান এ তথ্য জানান।

আসামিদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিক ফরাজি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান নিজাম, বড়মাচুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেনের মতো নেতাদের নাম রয়েছে।

মামলার বাদী আলী রেজা রঞ্জু জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদে এক আলোচনা সভায় অংশ নেন সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী। সেখান থেকে বাসভবনে ফেরার পথে উপজেলা পরিষদ চত্বরে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাতের সমর্থকরা রস্তুম আলীকে হত্যার উদ্দেশে তার গাড়িতে হামলা করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এলে আসামিরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।  

এ বিষয়ে রস্তুম আলী ফরাজী বলেন, ‘বিভিন্ন সময় আমি মাদকের বিরুদ্ধে কথা বলি। এ কারণে আমাকে হত্যার উদ্দেশে উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাতের নেতৃত্বে এই হামলা করা হয়েছে। পুলিশ না থাকলে তারা আমাকে মেরে ফেলতো।’

এ বিষয় আরিফুর রহমান সিফাত বলেন, ‘অনুষ্ঠান শেষে আমরা যে যার মতো বাড়ি চলে এসেছি। আমি ও আমাদের কেউ এ হামলার সঙ্গে জড়িত নয়। হয়রানি করার উদ্দেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

ওসি মাসুদুজ্জামান বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ