X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে মিয়ানমারের প্রতিনিধিদল

কক্সবাজার প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৯, ১৩:৪৫আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ১৪:০০

রোহিঙ্গা পরিদর্শনে কক্সবাজারে এসেছেন মিয়ানমার ও আসিয়ানের যৌথ প্রতিনিধি দল

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছে মিয়ানমার ও আসিয়ানের উচ্চ পর্যায়ের যৌথ প্রতিনিধি দল। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে প্রতিনিধি দলটি কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছে। এরপর তারা একটি অভিজাত হোটেলে অবস্থান নেয়। দুপুর দেড়টার দিকে তাদের উখিয়ার কুতুপালং এক্সটেনশন ক্যাম্প-৪ পরিদর্শন করার কথা রয়েছে। তারা ক্যাম্প এক্সটেনশন-৪ এ বিকাল ৩টা পর্যন্ত অবস্থান করবে। এসময় তারা মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে রোহিঙ্গা কমিউনিটি নেতাসহ নারী-পুরুষের সঙ্গে কথা বলবেন।

মূলত রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে মিয়ানমার ও আসিয়ানের উচ্চ পর্যায়ের যৌথ প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে বলে জানা গেছে।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা ও অর্থনীতিক বিভাগের পরিচালক চ্যান অ্যায়ের নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলে মায়ানমারের পররাষ্ট্র, স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন, শ্রম ও অভিবাসন এবং তথ্য মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা রয়েছেন। একইভাবে ৭ সদস্যের আসিয়ান প্রতিনিধি দলে রয়েছেন আসিয়ানভুক্ত রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

 কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোছাইনের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মিয়ানমারের প্রতিনিধি দলটি কক্সবাজার বিমান বন্দর হয়ে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। সেখানে বর্ধিত (এক্সটেনশন) ক্যাম্প-৪ পরিদর্শন করবেন।

জানা যায়, প্রতিনিধি দলটি ওই ক্যাম্পে গিয়ে মিয়ানমার ফিরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করবেন। প্রতিনিধি দল আগামীকালও (১৯ ডিসেম্বরও) ওই ক্যাম্প গিয়ে স্বদেশ প্রত্যাবর্তনে ইচ্ছুক রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করবে। ওই সময় মুসলিম রোহিঙ্গাদের পাশাপাশি হিন্দু রোহিঙ্গাদেরও সঙ্গে আলোচনার কথা রয়েছে। পরে ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিনিধি দলের সদস্যদের ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
বিদেশফেরত যাত্রীকে নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ৫ জন নিহত
বিদেশফেরত যাত্রীকে নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ৫ জন নিহত
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
ড. ইউনূসের বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, জানা যাবে আজ
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসের বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, জানা যাবে আজ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!