X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুর ও লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ জানুয়ারি ২০২০, ০০:১৩আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ০০:১৮

গাজীপুর ও লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

গাজীপুর ও লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় পিক-আপ উল্টে দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) পৃথক স্থানে দুর্ঘটনাগুলো ঘটে। এরমধ্যে গাজীপুরের শ্রীপুরে সড়কে দাঁড়িয়ে থাকাবস্থায় ট্রাকের ধাক্কায় উল্টে যাওয়া পিকআপের নিচে পড়ে ইসলাম উদ্দিন (৩৫) নামে এক দিনমজুর এবং লক্ষ্মীপুরে আরেক ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এর চালক মো. মামুন নিহত হন।

গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে পিকআপের নিচে পড়ে নিহত দিনমজুর ইসলাম উদ্দিনের (৩৫) বাড়ি শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামে। তার পিতার নাম আবুল কাশেম। শুক্রবার দিবাগত রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার ফরিদপুর গ্রামের (আরএকে সিরামিকস) কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আর এ কে সিরামিকস কারখানার সামনে মুরগী বহনকারী পিকআপকে বেপরোয়া গতির কাঁচামাল বহনকারী ট্রাক ওভারটেক করার সময় ট্রাকের ধাক্কায় পিকআপটি সড়কের পাশে ছিটকে পরে উল্টে যায়। এসময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দিনমুজুর ইসলাম উদ্দিন পিকআপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নিয়ে আসে। কোনও অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও পিকআপ আটক করলেও উভয় চালক পালিয়ে যায়।    

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে। এতে পিকআপ ভ্যানের চালক মো. মামুন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। তারা হলেন, নিজাম ও রিয়াজ। শনিবার (১১ জানুয়ারি) সকালে সদর উপজেলার যাদৈয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ ভ্যানচালক মামুন নোয়াখালী জেলার বেগমগঞ্জের গোপালপুর গ্রামের নূরনবীর ছেলে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, শহরের উত্তর তেমুহনী থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপ ভ্যানকে যাদৈয়া এলাকায় দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দেয়। এতে পিকআপটি  নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় পিকআপ ভ্যানের চালক মামুন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অপর দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!