X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জাল দলিল করে জমি দখলের মামলায় চেয়ারম্যান ও মেম্বার গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২০, ১১:০৬আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১১:২৫

জাল দলিল জাল দলিল করে সংখ্যালঘুর জমি দখলের মামলায় সিংগাইরের সায়েস্তা ইউনিয়নের চেয়ারম্যান (ইউপি) মোসলেম উদ্দিন চোকদার এবং মেম্বার সদস্য ফজলুল হককে গ্রেফতার করা হয়েছে। জীবীত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ দিয়ে জাল দলিল করে জমি দখলের অভিযোগে আড়াই বছর আগে মামলাটি করা হয়।  

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ১১ মে মানিকগঞ্জ  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেন অদিতি রায়। মামলায় আসামি করা হয়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন চোকদার,চেয়ারম্যানের ছেলে তুহিন চোকদার, ইউপি সদস্য মনছের আলী, আব্দুল মান্নান,ফজলুল হক শামীম, ধামরাই সুয়াপুরের আব্দুল খালেক, মোসলেমাবাদের নাজমুল, দক্ষিণ চারিগ্রামের দুলাল হোসেন এবং সাহরাইলের গোপাল সাহার বিরুদ্ধে। এছাড়া সিংগাইর উপজেলা সাবরেজিস্ট্রার মোস্তাফিজ আহমেদকেও আসামি করা হয়েছিল জাল দলিল করার অভিযোগে। এরপর মামলাটি প্রথমে থানায় এবং পরে সিআইডিতে হস্তান্তর করা হয়।  সিআইডি তদন্ত করেন অভিযোগের সত্যতা পায় এবং পরে আসামিদের গ্রেফতার করে।

মামলার বাদীর অভিযোগ, তার বাবা অমিত কুমার রায় জীবিত আছেন। সিংগাইরের সায়েস্তা ইউনিয়ন পরিষদের পাশে তার বাবার নামে ১২ শতাংশ জমি রয়েছে। ওই জমির মধ্যে ৬ শতাংশ জমি সায়েস্তা ইউনিয়ন পরিষদ দখল করে রেখেছে। বাকি ৬ শতাংশ জমি ১৯৯৮ সালে সমশরে নামে এক ব্যক্তি কাছে ভাড়া দিয়েছেন। ওই জমির ওপর ইউপি চেয়ারম্যানের নজর পড়ে। চেয়ারম্যান তার বাবাকে মৃত দেখিয়ে অজ্ঞাত অজিত নাথ রায় নামে একজনকে তার ভাই বানিয়ে ওয়ারিশান সনদ দেয়। এরপর অজিত নাথকে  দাতা সাজিয়ে সিংগাইর সাবরেজিস্ট্রার অফিসে চেয়ারম্যান তার ছেলে তুহিন ও মেম্বার আব্দুল মান্নান, ফজলুল হক উক্ত জমি  সাফ কবালা দলিল করে নাম জারি ও জমা ভাগ করেন নেন। পরে ভাড়াটিয়া মুদি দোকানদার সমসের আলীকে উচ্ছেদ করে  সম্পত্তি জবর দখল করে। অজিত নাথ নামে যাকে ভুয়া দাতা বানানো হয়েছে তার ভোটার আইডি কার্ড ছাড়াই সাব-রেজিস্ট্রার তাড়াহুড়া করে তাদের নামে দলিল সম্পাদন করে দেন।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা