X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লবণের ন্যায্য মূল্যের দাবি চাষিদের

কক্সবাজার প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২০, ০১:৩৩আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০১:৩৭

লবণের ন্যায্য মূল্যের দাবি চাষিদের

লবণের ন্যায্য মূল্যের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কক্সবাজারের লবণ চাষি বাঁচাও পরিষদ। রবিবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টার দিকে কক্সবাজার প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক সাজেদুল করিম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাঠ পর্যায়ে প্রতিকেজি লবণের মূল্য চার টাকা। এ কারণে মৌসুমের শুরুতেই শত শত মেট্রিকটন লবণ মাঠে পড়ে রয়েছে। অথচ এক শ্রেণির লবণ সিন্ডিকেট দেশে লবণের কৃত্রিম সংকট দেখিয়ে ভিন্ন দেশ থেকে লবণ আমদানির পাঁয়তারা শুরু করেছে। তাই মাঠ পর্যায়ে লবণ উৎপাদনের বিষয়টি তদন্ত করে লবণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি জানান তারা।  

এর আগে সকালে একইভাবে মাঠ পর্যায়ে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত সহ সাত দফা দাবিতে কক্সবাজারে মানবববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে লবণ চাষিরা।

এসময় বক্তারা বলেন, ‘কক্সবাজারসহ দেশের উপকূলীয় এলাকায় মাঠ পর্যায়ে উৎপাদিত লবণের দাম নেই, দেশে একটি শক্তিশালী সিন্ডিকেট কঠোরভাবে লবণের দাম নিয়ন্ত্রণ করে নানা প্রক্রিয়ায় বিদেশ থেকে অবৈধভাবে লবণ আমদানি করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় চরম সংকটে পড়েছে দেশীয় লবণ শিল্প ও চাষিরা।’

তাদের দাবিগুলো হলো- মাঠ পর্যায়ে লবণের মূল্য কেজি ১১ থেকে ১২ টাকা করা, লবণ আমদানি নিষিদ্ধকরণ, মানব দেহের ক্ষতিকর সোডিয়াম সালফেট ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট আমদানি নিয়ন্ত্রণ করা, সোডিয়াম ক্লোরাইড আমদানি নিষিদ্ধ করা, সহজ শর্তে লবণ চাষিদের ঋণ প্রদান, জরুরি প্রয়োজনে বিসিকের মাধ্যমে ২ লাখ মেট্টিক টন লবণ মজুদ, প্রান্তিক চাষিদের ঋণ মওকুফ ও প্রণোদনা প্রদান।

বাংলাদেশ লবণচাষি বাঁচাও পরিষদের আহ্বায়ক আলহাজ্ব সাজেদুল করিম এর সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন এলাকার লবণ চাষি ও ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ