X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সন্তানদের হাতে মোবাইল ও ব্যাগ দিয়ে নদীতে ঝাঁপ

গোপালগঞ্জ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৬

ঝাঁপ দেওয়া নারীর সন্ধানে নদীতে ফায়ার সার্ভিসের অভিযান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সন্তানদের সামনে ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে আফরোজা খানম (২৩) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শেখ লুৎফর রহমান সেতুতে এ ঘটনা ঘটে। স্বজনদের দাবি, পারিবারিক কলহের জেরে ওই নারী আত্মহত্যা করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ব্যাটারিচালিত ইজিবাইকে করে বোরকা পরা এক নারী ও তার দুই সন্তান সেতুর মাঝখানে আসেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্তানদের কাছে মোবাইল ফোন ও ব্যাগ রেখে নদীতে লাফ দেন ওই নারী। তখন তার সন্তানদের চিৎকারে লোকজন জড়ো হলে এক ব্যক্তি টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে অনেক খোঁজাখুঁজির পরও সেই নারীর সন্ধান পায়নি। সেতুর ওপর উৎসাহী জনতার ভিড়

টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সরকার শরিফুল ইসলাম জানান, ব্রিজ থেকে লাফ দিয়ে এক নারীর আত্মহত্যার খবর পেয়ে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পরও ওই নারীর সন্ধান পাওয়া যায়নি।

আফরোজা নামের ওই নারীর ভাই মোহাম্মদ উল্লাহ জানান, পারিবারিক কলহের জেরে তার বোন পানিতে ঝাঁপ দিয়েছেন। আফরোজার স্বামী বিদেশ থেকে ঠিকমতো টাকা না পাঠানোর কারণে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। তাই অস্বছলতার কারণে তার বোন এই পথ বেছে নিয়েছে।

টুঙ্গিপাড়া থানার ওসি এ এফ এম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পারিবারিক কলহের জেরে আফরোজা ব্রিজ থেকে লাফিয়ে পড়েছে বলে খবর পেয়েছি। মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই নারীর খোঁজ পাওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় কোনও মামলা দায়ের করা হয়নি।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী