X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কর্ণফুলী পেপার মিলের যন্ত্রাংশ পাচারের অভিযোগ

রাঙামাটি প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৫

আটক ট্রাক

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেডের (কেপিএম) যন্ত্রাংশ পাচারের সময় তিনটি ট্রাক আটকের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রাকগুলো আটক করা হয়েছে। তবে ঠিকাদারের দাবি- কাগজপত্র ঠিক আছে, কাগজ দেখিয়েই তিনি মালামাল ছাড়িয়ে নেবেন। 

স্থানীয়দের অভিযোগ, বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কেপিএম কর্তৃপক্ষ মেশিনের জন্য কেনা ‘অব্যবহৃত নতুন যন্ত্রাংশ’ তিনটি ট্রাকে করে পাচার করছিল। পরে বাধার মুখে পুলিশ ঘটনাস্থলে আসে। বর্তমানে ট্রাকগুলো কাপ্তাই থানা পুলিশের হেফাজতে আছে।

স্থানীয় বাসিন্দা আলী রেজা লিমন জানিয়েছেন, ‘তিন ট্রাক ভর্তি নতুন মালামাল কেপিএম থেকে নিয়ে যাওয়ার সময় আমরা বাধা দেই। পরে ট্রাকের ভেতরে মেশিনের জন্য কেনা নতুন যন্ত্রাংশ দেখতে পাই। এ ব্যাপারে জানতে চাইলে ট্রাকের এক ব্যক্তি জানান- নিলামের মাধ্যমে এসব কেনা হয়েছে। তারা নিলামের কাগজপত্র দেখাতে না পারলে আমরা পুলিশে খবর দেই। পরে পুলিশ এসে মালামালসহ ট্রাক থানায় নিয়ে যায়।’

ট্রাকে পাওয়া মালামাল

চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুল আজিম বেবী বলেন, ‘এলাকার মানুষ খবর জানালে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকের মালামালগুলো দেখি। ট্রাকের ব্যক্তিরা মালামালগুলোকে পরিত্যক্ত বললেও এগুলো একেবারে নতুন মালামাল মনে হচ্ছে। বিশেষত এগুলো চিপার হাউজের কাটার মেশিনের যন্ত্রাপাতি বলে ধারণা করছি।’

কেপিএম-এর কালেক্টিভ বার্গেনিং এজেন্ট (সিবিএ) সভাপতি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ‘আমি বিষয়টি শুনেছি। এগুলো কেপিএমের ব্যবহারের জন্য কেনা হলেও অব্যবহৃত ছিল দীর্ঘদিন। বর্তমানে পরিত্যক্ত মালামাল হিসেবে বিক্রি করা হচ্ছে। এভাবে এর আগেও একাধিবার কেপিএমের নতুন মালামাল ব্যবহার না করে বিক্রি করে দিয়েছে কর্তৃপক্ষ।’

ট্রাকে পাওয়া মালামাল

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানিয়েছেন, ‘বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেপিএম-এর মালামাল পাচার হচ্ছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে যাই। পরে ট্রাকে থাকা লোকজন সঠিক কাগজপত্র দেখাতে না পারায় আমরা ট্রাকসহ মালামাল থানায় নিয়ে আসি। আজ ঠিকাদারের সব কাগজপত্র নিয়ে আসার কথা রয়েছে। আমরা কাগজপত্র যাচাই-বাছাই করার পরেই সিন্ধান্ত নেবো।’

কেপিএম ব্যবস্থাপনা পরিচালক এমএমএ কাদের জানান, নিলামের জন্য সব পক্রিয়া শেষ করেই মালামাল বিক্রি করা হয়েছে। আর আগেও কয়েক ট্রাক পরিত্যক্ত মালামাল নিয়ে গেছে। দীর্ঘদিন অব্যবহৃত কিছু নতুন যন্ত্রাংশ থাকতে পারে, যেগুলো আমাদের কোনও কাজে আসবে না। বিসিআইসি’র অনুমতি নিয়েই এই নিলাম প্রক্রিয়া করা হয়েছে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!