X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘প্রভাবশালীর’ বাড়ির জন্য শহীদ মিনার স্থানান্তর!

মোয়াজ্জেম হোসেন, লালমনিরহাট
১৩ ফেব্রুয়ারি ২০২০, ২৩:১৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৫

‘প্রভাবশালীর’ বাড়ির জন্য শহীদ মিনার স্থানান্তর! লালমনিরহাটে প্রভাবশালীর বাড়ি দৃষ্টিগোচর করতে কেন্দ্রীয় শহীদ মিনার স্থানান্তরের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। পৌরসভা মেয়রকে পাঠানো হয়েছে লিগ্যাল নোটিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মিশন মোড় চত্বরে সম্মিলিত নাগরিক সমাজ ও সাংস্কৃতিক সংগঠন নীলাঞ্জন এ মানববন্ধন ও সমাবেশ করে।

মানববন্ধনে ভাষা সৈনিক জহির উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মেয়র রিন্টু (রিয়াজুল ইসলাম রিন্টু)ভাষা শহীদদের অমর্যাদা করে রাজাকারের মতো বিকৃতভাবে কেন্দ্রীয় শহীদ মিনারটি পুনর্নির্মাণ করতে পারেন না। আপনারা এই কাজ রুখে দিন। যদি না পারেন, তাহলে এই বৃদ্ধ বয়সে প্রয়োজনে আমি রিট করবো, অনশন করবো।’

মানববন্ধনে অন্য বক্তারাও ভাষা সৈনিকের বক্তব্যের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। এরপরই লালমনিরহাট সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক সৈয়দ সূফি তাহেরুল ইসলামের পক্ষে লালমনিরহাট জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ পৌরসভা মেয়র রিয়াজুল ইসলাম রিন্টুকে লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশের বিষয়ে অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ বলেন, ‘পুনর্নির্মাণাধীন শহীদ মিনারটির নকশা কোথাও টাঙানো হয়নি। পুরাতন শহীদ মিনারটি এখনও অক্ষত রয়েছে। প্রভাবশালী ব্যবসায়ী সাখাওয়াত হোসেন সুমন খানের বিলাসবহুল বাড়িটির পশ্চিমে মূল সড়কে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারটি অবস্থিত হওয়ায় সড়ক থেকে বাড়িটি সরাসরি দেখা যায় না। বাড়ির সৌন্দর্য বাড়াতে তাই শহীদ মিনারের বেদির স্থান পরিবর্তন করার চেষ্টা চালাচ্ছেন তিনি।’

ম্যাপ
তবে শহীদ মিনার স্থানান্তরের চেষ্টার সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন লালমনিরহাট চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন ভবন মালিক সুমন খান।

তিনি বলেন, ‘শহীদ মিনার কোথায় নির্মাণ হবে, তা নিয়ে আমার কোনও আপত্তি নেই। সেখানে আমাকে জড়ানোর মানে নেই। কেউ কেউ ব্যক্তিগত কারণে আমাকে সেখানে জড়াচ্ছেন। বিষয়টি ঠিক নয়।’

বিষয়টি জানতে যোগাযোগ করা হলে লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু বলেন, ‘পুনর্নির্মাণ কাজ বন্ধ হবে না, কাজ চলবে। আর নির্মাণ কাজ শেষ হওয়ার পরে আন্দোলনকারীরা তাদের ভুল বুঝতে পারবে।’ তবে শহীদ মিনারটির পুনর্নির্মাণ কাজের নকশা সেখানে টানানো হবে কিনা সে বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

 

/এনএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী